বাংলা৭১নিউজ,ডেস্ক: ভারতের তেলেঙ্গানা রাজ্যে একটি জলবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন লেগেছে।
বৃহস্পতিবার গভীর রাতে শ্রীশৈলম বিদ্যুৎকেন্দ্রে আগুনের এ ঘটনায় এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তবে পাওয়ার হাউসের ভেতরে ৯ কর্মী আটকা পড়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।
ভারতীয় এ সংবাদমাধ্যম জানায়, শ্রীশৈলম বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার পর ১০ জনকে উদ্ধার করা হয়েছে। ভেতরে আটকেপড়া কর্মীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
প্রাথমিক তদন্তে জানা গেছে, শ্রীশৈলমের হাইড্রোইলেকট্রিক পাওয়ার স্টেশনে শর্ট সার্কিটের থেকে আগুন লেগেছে।
বাংলা৭১নিউজ/এবি