ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লিতে আয়োজিত কৃষকদের ট্রাক্টর র্যালিতে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল থেকেই সরকারের কৃষি আইনের প্রতিবাদে ট্রাক্টর নিয়ে কৃষকরা এ র্যালি বের করলে এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। এ সময় বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভরত কৃষকরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এক পর্যায়ে টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এ সময় বেশ কয়েকজনের আহত হওয়ার খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
‘কিসান প্যারেড’ নামে কৃষকদের এই ট্রাক্টর র্যালি দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হওয়ার অনুমতি থাকলেও নির্ধারিত সময়ের আগেই র্যালি বের করায় সকাল থেকেই থেমে থেমে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান কৃষকরা।
বাংলা৭১নিউজ/এমকে