বুধবার, ২২ মে ২০২৪, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড: রয়টার্স আরও ১ হজযাত্রীর মৃত্যু, সৌদি গেলেন ৩৪৭৪১ জন নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৪০ বঙ্গোপসাগরে লঘুচাপ, আরো ঘনীভূত হতে পারে বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধ প্রচার করেছেন অহিংসার বাণী গৌতম বুদ্ধ আজীবন সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করে গেছেন শুভ বুদ্ধ পূর্ণিমা আজ এমপি আনোয়ারুল আজিমের মরদেহ কলকাতায় উদ্ধার ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা মত প্রকাশের স্বাধীনতায় ১২৮তম বাংলাদেশ পানিতে ডুবে দুই সন্তানের মৃত্যু, শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা ঘর পাচ্ছে আরও ২০ হাজার ভূমিহীন পরিবার বাংলাদেশে চালের উৎপাদন বেড়েছে চারগুণেরও বেশি বাজার মনিটরিংয়ের বিষয়টি আবার সচল করা হবে জামায়াত নেতা এটিএম আজহারের দুই বছরের কারাদণ্ড নিষেধাজ্ঞায় তাদের অপকর্ম থামেনি: ফখরুল ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা চট্টগ্রামে নির্বাচনে সংঘর্ষ, অতিরিক্ত পুলিশ মোতায়েন উপজেলা নির্বাচন : স্ট্রোক করে মারা গেছেন ১ ভোটার ও ১ আনসার

ভারতই বেশি চাপে থাকবে- মাশরাফি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭
  • ৮৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক:
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো দলগুলোকে পেছনে ফেলে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিতে টাইগারদের প্রতিপক্ষ ভারত। দৃশ্যতই এই ম্যাচে চাপে থাকবে টাইগার শিবির। ফেভারিটের তকমা সেঁটে যাওয়া দলগুলোকে হারিয়ে সেমিতে জায়গা করে নিয়েছে মাশরাফির দল। গোটা বিশ্বই তাকিয়ে থাকবে তামিম-সাকিবদের দিকে। তবে টাইগার দলপতি বলছেন ভিন্ন কথা। মাশরাফি জানালেন, বাংলাদেশ নয়, সেমিফাইনালে চাপে থাকবে ভারত। কারণটা খোলাসা করেছেন ম্যাশ। শত কোটি জনগণের প্রত্যাশা নিয়ে ফাইনালে ওঠার লড়াই করবে ভারত। তাই চাপটা কোহলির দলের উপরই বেশি থাকবে।

বার্মিংহামের এজবাস্টনে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। নিজের স্বপ্নের কথা জানাতে গিয়ে মাশরাফি বলেন, ‘’আমরা জীবনে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলতে যাচ্ছি। দারুণ একটা অনূভূতি এটা। আমার কাছে মনে হচ্ছে খেলোয়াড়রা খুবই উজ্জীবিত, এই ধরনের একটা টুর্নামেন্টের সেমিফাইনাল খেলছি আমরা। এই ম্যাচটি অন্য আর-১০টা ম্যাচের মতো খেলতে পারলে আমাদের জন্যই ভালো হবে। মানে নির্ভার হয়ে খেলতে হবে, তবেই সাফল্য পাওয়া সম্ভব হবে।’

সেমিফাইনালে নিজের পরিকল্পনা জানাতে গিয়ে মাশরাফি বলেন, ‘আমরা একটা একটা করে ম্যাচ খেলার পরিকল্পনা নিয়েই এখানে এসেছিলাম। এখন আমরা সেমিফাইনালে উঠেছি। আমি মনে করি, আমরা যদি এই ম্যাচটাও সেমিফাইনাল না ভেবে অন্য যেকোনো ম্যাচের মতো খেলতে পারি তাহলে আমাদের জন্য ভালো।’

সেমিফাইনালে খেলার আগে বাংযলাদেশ দল কোনো চাপ অনুভব করছে কি না জানাতে গিয়ে মাশরাফি বলেন, ‘এটা আমাদের ইতিহাসের প্রথম সেমিফাইনাল। তাই চাপ তো থাকবেই। তবে সেভাবে হিসাব করলে আমাদের চেয়ে ভারতই বেশি চাপে থাকবে। কারণ তাদের কোটি কোটি দর্শক রয়েছে। আর দেশটির মানুষ ক্রিকেটকে অনেক বেশি ভালোবাসে।’

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com