বাংলা৭১নিউজ, ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে রণতুর্য বেজেই চলেছে। জন্মলগ্ন থেকে শত্র“ভাবাপন্ন দেশ দুটির মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে কাশ্মীর সংকটকে কেন্দ্র করে। এরই পরিপ্রেক্ষিতে কার কত সামরিক শক্তি- তা নিয়ে চলছে বেশ হিসাব-নিকাশ।
দক্ষিণ এশিয়ায় প্রধান পরমাণু শক্তিধর দুই দেশ যদি যুদ্ধে জড়িয়ে যায়, তবে কী হবে পরিণতি? ভারত-পাকিস্তান এ পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে। ১৯৪৭, ১৯৬৫, ১৯৭১-তে যুদ্ধের পর ১৯৯৯ সালে কাশ্মীরকে কেন্দ্র করে কার্গিল যুদ্ধের পর আবারও উভয় দেশে উত্তেজনা বিরাজ করছে।
তবে এর আগের প্রতিবারের যুদ্ধই হারজিতের পরিবর্তে সমঝোতার মধ্য দিয়ে শেষ হয়েছে। এবারের উত্তেজনার মধ্যেও দেখা যাচ্ছে, পরমাণু অস্ত্রধারী ভারত ও পাকিস্তানের মধ্যে সর্বাত্মক যুদ্ধে না জড়ানোর ব্যাপারে সচেতন রয়েছেন দু’দেশের নীতিনির্ধারকরা।
দুই দেশের সামরিক শক্তি
দক্ষিণ এশিয়ার পরমাণু অস্ত্রধারী দেশ ভারত ও পাকিস্তান। এছাড়াও দুই দেশের সামরিক বাহিনীই জনবল ও অত্যাধুনিক অস্ত্রসম্ভারে সমৃদ্ধ। সিআইএ, দুই দেশের পাবলিক ডোমেইনগুলো, সংবাদমাধ্যম এবং উইকিপিডিয়ার তথ্য বিশ্লেষণ করে দুই দেশের সমর শক্তির তুলনামূলক চিত্র তৈরি করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার ডটকম। যুগান্তরের পাঠকদের জন্য সেই চিত্র তুলে ধরা হল-
পরমাণু অস্ত্র
পাকিস্তান : দক্ষিণ এশিয়ায় পাকিস্তান পরমাণু অস্ত্রের উন্নয়নে সবচেয়ে এগিয়ে রয়েছে। যে হারে দেশটি পরমাণু অস্ত্রে বিনিয়োগ করছে তাতে ধারণা করা হচ্ছে ২০২৫ সালের মধ্যেই পরমাণু শক্তিধর দেশ হিসেবে পঞ্চম শীর্ষস্থানে উঠে আসবে। নিউক্লিয়ার নোটবুকের প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। অ্যাটোমিক সায়েন্টিস্টদের এ রিপোর্টে জানানো হয়, পাকিস্তানের কাছে এ মুহূর্তে ১১০-১৩০টির মতো পরমাণু অস্ত্র মজুদ রয়েছে।
ভারত : পরমাণু অস্ত্র সমৃদ্ধকরণে ভারতও পিছিয়ে নেই। দিন দিন তারা আরও উন্নত প্রযুক্তির পরমাণু অস্ত্রের ওপর গুরুত্ব দিচ্ছে। ১৯৭৪ সালে পরমাণু অস্ত্রের উন্নয়নে নাম লেখায় ভারত। নব্বইয়ের দশকে ভারত পরমাণু অস্ত্রের উন্নয়নে বিস্ময়কর সাফল্যের দেখা পায়। ভারতের পরমাণু অস্ত্র আছে ১১০টি।
বিমান বাহিনীর অস্ত্রসম্ভার
ভারত : সব মিলিয়ে ভারতের ২০৮৬টি সামরিক বিমান রয়েছে। এছাড়াও দেশটির ৬৪৬টি হেলিকপ্টার, ২০টি অ্যাটাক হেলিকপ্টার, ৮০৯টি নির্ধারিত পাখাযুক্ত অ্যাটাক বিমান, ৬৭৯টি যুদ্ধবিমান, ৩১৮টি প্রশিক্ষণ বিমান এবং ৮৫৭টি ট্রান্সপোর্ট বিমান রয়েছে। দেশটির ব্যবহারযোগ্য বিমানবন্দর রয়েছে ৩৪৬টি।
পাকিস্তান : পাকিস্তানে ৯২৩টি বিমান রয়েছে। এছাড়াও দেশটির ৩০৬টি হেলিকপ্টার, ৫২টি অ্যাটাক হেলিকপ্টার, ৩৯৪টি নির্ধারিত পাখাযুক্ত অ্যাটাক বিমান, ৩০৪টি যুদ্ধবিমান, ১৭০টি প্রশিক্ষণ বিমান এবং ২৬১টি ট্রান্সপোর্ট বিমান রয়েছে। দেশটির ১৫১টি ব্যবহারযোগ্য বিমানবন্দর রয়েছে।
সেনাবাহিনীর অস্ত্রসম্ভার
ভারত : দেশটির ৬৪৬৪টি ট্যাংক, ৬৭০৪টি আর্মার্ড ফাইটার ভেহিক্যাল, ২৯০টি সেল্ফ প্রপেল্ড গান, ৭৪১৪টি টানা কামান এবং ২৯২টি মাল্টিপল লাঞ্চার রকেট সিস্টেম রয়েছে।
পাকিস্তান : দেশটির ২৯২৪টি ট্যাংক, ২৮২৮টি আর্মার্ড ফাইটার ভেহিক্যাল, ৪৬৫টি সেল্ফ প্রপেল্ড গান, ৩২৭৮টি টানা কামান এবং ১৩৪টি মাল্টিপল লাঞ্চার রকেট সিস্টেম রয়েছে।
নৌবাহিনীর শক্তি
ভারত : দেশটির ৩৪০টি মার্চেন্ট মেরিন জাহাজ রয়েছে। প্রধান সমুদ্রবন্দর রয়েছে সাতটি। এছাড়া দুটি বিমানবাহী ক্যারিয়ার, ১৪টি সাবমেরিন, ১৪টি ফ্রিগেট, ১০টি ডেস্ট্রয়ার, ২৬টি কর্ভাটি, ছয়টি মাইন ওয়ারফেয়ার ক্রাফ্ট এবং ১৩৫টি পেট্রল ক্রাফট রয়েছে।
পাকিস্তান : দেশটির ১১টি মার্চেন্ট মেরিন জাহাজ রয়েছে। প্রধান সমুদ্রবন্দর রয়েছে দুটি। এছাড়া পাঁচটি সাবমেরিন, ১০টি ফ্রিগেট, তিনটি মাইন ওয়ারফেয়ার ক্রাফ্ট এবং ১৩৫টি পেট্রল ক্রাফট রয়েছে।
অর্থনীতি
ভারত : সামরিক শক্তি অনেকটাই অর্থনৈতিক শক্তির ওপর নির্ভরশীল। এক্ষেত্রে ভারতই পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে। ভারতের ৪৫ হাজার ৯১০ কোটি মার্কিন ডলার বিদেশী ঋণ রয়েছে। ভারতের বার্ষিক সামরিক বাজেট চার হাজার কোটি মার্কিন ডলার। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ হাজার ৭০ কোটি মার্কিন ডলার। ক্রয় ক্ষমতার ভিত্তিতে (পিপিপি) ৭৪ লাখ এক হাজার একশ’ মার্কিন ডলার। জ্বালানি তেল উৎপাদন ৭ লাখ ৬৭ হাজার ৬০০ ব্যারেল, জ্বালানি তেল ব্যবহার ৩৫ লাখ ১০ হাজার ব্যারেল/দিন এবং জ্বালানি তেলের প্রমাণিত রিজার্ভ ৫৬৭ কোটি ৫০ লাখ ব্যারেল/দিন। সড়কপথ ৩৩ লাখ ২০ হাজার ৪১০ মাইল, রেলপথ ৬৩ হাজার ৯৭৪ কিলোমিটার, নৌপথ ১৪ হাজার পাঁচশ’ কিলোমিটার, উপকূলীয় এলাকা ৭ হাজার কিলোমিটার, যৌথ সীমান্ত ১৩ হাজার ৮৮৮ কিলোমিটার এবং আয়তন ৩২ লাখ ৮৭ হাজার ২৬৩ কিলোমিটার।
পাকিস্তান : দেশটির ৫৮ হাজার ১৭০ কোটি মার্কিন ডলার বিদেশী ঋণ রয়েছে। পাকিস্তানের বার্ষিক সামরিক বাজেট সাতশ’ কোটি মার্কিন ডলার। বৈদেশিক মুদ্রা রিজার্ভ ১৭৩০ কোটি মার্কিন ডলার। পিপিপি ৮ লাখ ৮৮ হাজার ৪২০ মার্কিন ডলার। জ্বালানি তেল উৎপাদন ৯৩ হাজার ৬৩০ ব্যারেল, জ্বালানি ব্যবহার ৪ লাখ ৪০ হাজার ব্যারেল/দিন এবং জ্বালানি তেলের প্রমাণিত রিজার্ভ ৩৭ কোটি ১০ লাখ ব্যারেল/দিন। সড়ক পথ দুই লাখ ৬০ হাজার ৭৬০ মাইল, রেলপথ ৭ হাজার ৭৯১ কিলোমিটার, নৌপথ ২৫ হাজার ২২০ কিলোমিটার, উপকূলীয় এলাকা এক হাজার ৪৬ কিলোমিটার, যৌথ সীমান্ত ৭ হাজার ২৫৭ কিলোমিটার এবং আয়তন ৭ লাখ ৯৬ হাজার ৯৫ কিলোমিটার।
বাংলা৭১নিউজ/এসএইচবি