শুক্রবার, ১৭ মে ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, একজনের মৃত্যু নিজেদের ট্যাংক থেকে ছোড়া গোলার আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার এআই ভিডিওর ফাঁদে ভারতের রাজনীতি কোরবানির চাহিদার চেয়ে ২২,৭৭,৯৭৩ অতিরিক্ত গবাদিপশু প্রস্তুত কক্সবাজারের আদলে সাজবে পতেঙ্গা ছিনতাই হতে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করলেন ট্রাফিক পুলিশ সদস্য ‌‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়া হবে’ কেস খেলবা আসো, নিপুণকে ডিপজল পর্যটন খাতে তুরস্ককে বিনিয়োগের আহ্বান মন্ত্রীর গাজায় ১৫ হাজারের বেশি শিশু নিহত বিদেশি ঋণনির্ভর প্রকল্পের অগ্রগতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির মুনাফা বেড়েছে পাপুলের শ্যালিকা ও দুই কর কর্মকর্তার বিরু‌দ্ধে দুদকের মামলা ‘কাক পোশাকে’ কানের লাল গালিচায় ভাবনা ভোট বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৩ বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার ‘মাদক সম্রাজ্ঞী’ লাবনীসহ গ্রেপ্তার ৭ ‘ডো‌নাল্ড লু ঘুরে যাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে’ রূপপুর-মেট্রোরেলসহ ১০ প্রকল্পেই বরাদ্দ ৫২ হাজার কোটি

ভাঙ্গায় সড়কের প্রতিবন্ধকতা উচ্ছেদের দাবীতে মানববন্ধন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ২৭ আগস্ট, ২০১৭
  • ১০৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় কলেজপাড় কুমার নদের উপর নির্মিত সেতুর দু-পাড়ে যাতায়েতের রাস্তায় প্রতিবন্ধকতাকারী এবং উচ্ছেদের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার সকালে ভাঙ্গা কলেজপাড় সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহনকারীরা অভিলম্বে সেতুর দুই-পারে যাতায়েতের রাস্তায় প্রভাবশালীদের প্রতিবন্ধকতা সরিয়ে ফেলার দাবী জানান। এসময় মানববন্ধনকারীরা সড়কের দু-পাশে দোকান-ঘর নির্মান করে জনগনের যাতায়েতের বিঘœকারীদের বিরুদ্বে ব্যবস্তা গ্রহন পূর্বক তা উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট কর্তপক্ষের নিকট দাবী জানান ।কয়েক হাজার লোক হাতে-হাত রেখে ‘নিরাপদ সড়ক চাই, প্রতিবন্ধক সরাতে হবে’সহ বিভিন্ন শ্লোগান দেন। মানববন্ধনে কামরুজজামান নান্টুর সভাপতিত্বে বক্তারা ১৫দিনের আলটিমেটাম দিয়ে বলেন, প্রতিবন্ধক সরিয়ে না দিলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এসময় আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সুধীন সরকার মঙ্গল, লুৎফর রহমান মুন্সী,সাবেক ভিপি ও আওয়ামী লীগ নেতা শরিফুজ্জামান শরিফ, লায়ন মোঃ শহিদুল ইসলাম, আবু তালেব, আব্দুল সালাম হাওলাদার,সাংবাদিক এটিএম ফরহাদ নান্নু প্রমুখ।

বিপুল পরিমান ইয়াবাসহ মা-ছেলে আটক

ফরিদপুরের মধুখালী উপজেলার মধুপুর গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা, যৌন উত্তেজক ট্যাবলেট, বিদেশী মদ ও মাদক বিক্রিত নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী সামাদ খান ও তার মা রোকেয়া বেগমকে আটক করেছে র্যা ব-৮ ফরিদপুরের একটি দল। রোববার রাতে এ অভিযান চালানো হয়।
র্যা ব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক মো. রইচউদ্দিন জানান, গোপন খবরে মধুপুর গ্রামের সামাদ খানের বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানে ঘরের ভেতরের একটি লকার থেকে তিন হাজার একশ’ পঞ্চাশ পিচ ইয়াবা, বিদেশী মদ, যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রিত ৭৭ হাজার টাকা সহ মো. সামাদ খান ও তার মা রোকেয়া বেগমকে আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধে মধুখালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

Faridpur Drug Recovary  News 27.08.20175

মধুখালীতে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন

মধুখালীতে রবিবার জাতীয়তাবাদী দল (বিএনপি)র সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যাক্রমের উদ্বোধন করা হয়েছে। বিএনপির সদস্য সংগ্রহ ও নাবায়ন কার্যাক্রমের উদ্বোধন করেন সাবেক সংসদস্য সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।
গত শনিবার বিকেলে উপজেলা যুবদলের আহবায়ক আঃ আলিম মানিকের সভপতিত্বে গাড়াখোলা জামে মসজিদ চত্ত্বরে উপজেলা যুবদলের আয়োজনে বিএনপির সদস্য সংগ্রহ ও নাবায়ন কার্যাক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক সৈয়দ মোদারেছ আলী ইছা। যুবদল জেলা সভাপতি আফজাল হোসেন পলাশ, কেন্দ্রীয় কমিটির ছাত্রদলের সহসভাপতি জয়দেব রায়। এসময় আরো বক্তব্য রাখেন বদিউজ্জামান বাবলু, মেহেদী হাসান মুন্নু,গোলাম রব্বানী পুলিন,মোঃ ফজলুর রহমানসহ প্রমুখ ।

সম্মেলনের অনুমতি না দেয়ায় প্রতিবাদ

অবসর সুবিধা ও কল্যান তহবিলে অতিরিক্ত চার ভাগ কর্তন বাতিল ও পাঁচ ভাগ প্রবৃদ্ধিসহ বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নানা দাবী আদায়ে রোববার ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ডাকা ত্রি-বার্ষিক সম্মেলনের অনুমতি না দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানানো হয়েছে।
রোববার সকালে ফরিদপুর প্রেসক্লাবের কনফারেন্সরুমে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের অনুমতি না দেয়ার প্রতিবাদে আগামী ১৪ সেপ্টেম্বর মিখ্ষক কর্মচারীরা কর্মস্থলে কালোব্যাচ ধারণের কর্মসূটী নেয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাট করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট, ফরিদপুরের সভাপতি অধ্যক্ষ মো. সেলিম মিঞা। এসময় কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভুইয়া, ফরিদপুরের সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com