বাংলা৭১নিউজ, ঢাকা: ধানমণ্ডি ২৭ নম্বর রোড। রাস্তায় পড়ে আছে গাড়ি ভাঙার কাচ। আজ দুপুরে পথচারীদের যাতায়াতের সুবিধার্থে শিক্ষার্থীরাই ঝাড়ু হাতে নিয়েছেন, পরিষ্কার করছেন সেসব কাচ।
এমন একটি ছবি ফেসবুকে শেয়ার দিয়ে ফাহাদ আল মুক্তাদির লিখেছেন, ‘বাস ভাঙা হয়েছিলো একটা তাই রাস্তায় গ্লাস পড়েছিলো-বাচ্চারা নিজেই তা ঝাড়ু দিয়ে পরিস্কার করে দিচ্ছে চলাচলের সুবিধার জন্য।’
রবিউল ইসলাম জীবন লিখেছেন, ‘এই শিক্ষার্থীরাই আমাদের শিক্ষক, আগামীর অভিভাবক! তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। শুধু মেয়াদউত্তীর্ণ গাড়ি, লাইসেন্সবিহীন ড্রাইভার নয় শহরটাকেও পরিষ্কার রাখতে জানে তারা। এই শহর এই শিক্ষার্থীদের হাতেই সবচেয়ে নিরাপদ। স্যালুট নিও হে প্রজন্ম …’
লুৎফর হাসান লিখেছেন, ‘এই করেছি, সেই করেছি অথবা এই করব, সেই করব – বাদ দিয়ে ওরা এই যে করছি, করে দেখাচ্ছি, এই মন্ত্রে বিশ্বাসী। ওরাই বদলে দেবে। ওরাই সবখানে সেঁটে দেবে সেই নির্ভেজাল আবেগের পোস্টার ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’
বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে আজও রাজধানী ঢাকার শাহবাগ, ধানমণ্ডি, সায়েন্সল্যাব, নিউমার্কেট, বনশ্রী, রামপুরা, খিলক্ষেত, ভাটারা, মিরপুর এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়কগুলোতে অবস্থান নিয়েছেন। বেশির ভাগ সড়কে বাস চলাচল নেই বললেই চলে। যানবাহন না পেয়ে অনেকে হেঁটেই গন্তব্যস্থলের দিকে চলছেন। সৌজন্যে: কালের কণ্ঠ।
বাংলা৭১নিউজ/জেএস