সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
৩ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল স্বাভাবিক উড়তে থাকা লিভারপুলকে আটকে দিল ইউনাইটেড চীনের পর মালয়েশিয়ায় মিললো এইচএমপিভি ভাইরাস, দ্রুত ছড়ানোর শঙ্কা মঙ্গলবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল লাইভে এসে শেখ মুজিব ও জিয়াউর রহমানকে নিয়ে যা বললেন মেজর ডালিম মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র যে কোনো দিন পদত্যাগ করতে পারেন ট্রুডো জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে রাজবাড়ীতে শীতার্তদের পাশে সেনাপ্রধান অসচ্ছল শিক্ষার্থীরা চিকিৎসা সহায়তায় পাবেন ১০-৫০ হাজার টাকা কমিশনের সুপারিশের পর স্বাস্থ্যের সংস্কার শুরু হবে : উপদেষ্টা বিএনপি নেতা এস এ খালেক মারা গেছেন সিরিয়ায় তুরস্ক সমর্থিত গোষ্ঠী ও কুর্দি বাহিনীর সংঘর্ষ, নিহত শতাধিক সরকারি কলেজের শিক্ষকদের সম্পদের তথ্য জমা দিতে হবে মাউশিতে মুন্সীগঞ্জে অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতি আরও পাঁচ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি পাট-পর্যটন-ফার্মাসিউটিক্যালস-টেলিকমে বিনিয়োগের আহ্বান নদী দূষণ রোধ-বর্জ্য ব্যবস্থাপনায় এডিবির সহযোগিতা চাইলেন উপদেষ্টা ভারতে প্রশিক্ষণে যাওয়া হচ্ছে না বিচার বিভাগের ৫০ কর্মকর্তার টেকনাফে ৩৬ রোহিঙ্গার অনুপ্রবেশ, হেফাজতে নিয়েছে বিজিবি

ভরিতে ১৪০০ টাকা বাড়ল সোনার দাম

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭
  • ১০২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: ভরিতে ১ হাজার ৪০০ টাকা বাড়ল সোনার দাম। ফলে দেশে ২২ ক্যারটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ৪৯ হাজার ২২২ টাকা।

শনিবার বাংলাদেশ জুয়েলারি সমিতির সভায় (বাজুস) এ সিদ্ধান্ত নেয়া হয়। আজ থেকে এ দাম কার্যকর হবে। এর আগে ২৬ সেপ্টেম্বর ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমানো হয়েছিল।

এদিকে দুবাইয়ের বাজারে শনিবার ২২ ক্যারটের প্রতি গ্রাম সোনার দাম ছিল ৩৯ দশমিক ৮৯ মার্কিন ডলার। এ হিসাবে প্রতি ভরির দাম পড়ে ৩৮ হাজার ১০০ (প্রতি ডলার ৮২ টাকা) টাকা। ফলে বিশ্ববাজারের সঙ্গে ভরিতে পার্থক্য ১১ হাজার টাকা।

বাজুস জানায়, তারা আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশে সোনার দাম নির্ধারণ করে।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৪৯ হাজার ২২২ টাকা।

শনিবার এর দাম ছিল ৪৭ হাজার ৮২২ টাকা। এ হিসাবে ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৪০০ টাকা। এছাড়া ২১ ক্যারটের প্রতি ভরি ৪৫ হাজার ৭২২ টাকা থেকে বেড়ে ৪৭ হাজার ৫ টাকায় বিক্রি হবে।

এ হিসাবে ভরিতে দাম বেড়েছে ১ হাজার ২৮৩ টাকা। ১৮ ক্যারটের সোনা প্রতি ভরি ৪০ হাজার ২৪০ টাকা থেকে বেড়ে ৪১ হাজার ৪০৭ টাকায় বিক্রি হবে। ফলে ভরিতে দাম বাড়ল ১ হাজার ১৬৬ টাকা।

আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ২৫ হাজার ৩৬৯ টাকা থেকে ৫৮৩ বেড়ে ২৫ হাজার ৯৫২ টাকায় উন্নীত হয়েছে। অন্যদিকে কমেছে রূপার দাম যা অপরিবর্তিত রয়েছে। আগের দাম অনুসারে প্রতি ভরি রূপা ১ হাজার ৪৯ টাকায় বিক্রি হবে।

তবে একজন ক্রেতা কোনো জুয়েলারির দোকান থেকে স্বর্ণের অলঙ্কার কিনতে চাইলে তাকে ৫ শতাংশ হারে ভ্যাট দিতে হয়। এরপর ভরিতে প্রায় ৩ হাজার টাকা পর্যন্ত মজুরি দিতে হয়।

জানা গেছে, মানভেদে দেশে চার ধরনের সোনা বিক্রি হয়। এর মধ্যে ২২ ক্যারটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারটে ৮৭ দশমিক পাঁচ শতাংশ, ১৮ ক্যারটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। আর পুরনো স্বর্ণালঙ্কার গলিয়ে তৈরি করা হয় সনাতন পদ্ধতির সোনা। এক্ষেত্রে বিশুদ্ধ সোনার পরিমাণ নির্দিষ্ট করা নেই।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com