বাংলা৭১নিউজ, ঢাকা: ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন।
আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে বিকেল সাড়ে ৬টারও কিছু পরে এ বৈঠক শেষ হয়।
সোয়া এক ঘণ্টার এ বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে বিএনপি সূত্র জানিয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ প্রমুখ।
বাংলা৭১নিউজ/বিকে