সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিতে সিরিয়ায় যাওয়া বাংলাদেশি বংশোদ্ভূত শামিমা বেগম তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিলে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় আপিলে হেরে গেছেন। শুক্রবার লন্ডনের আপিল আদালত শামিমার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে।
বর্তমানে ২৪ বছর বয়সী শামিমা তার আপিল আবেদনে যুক্তি দিয়েছিলেন যে, তিনি পাচারের শিকার কিনা তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছেন ব্রিটিশ কর্মকর্তারা। এ কারণে তার নাগরিকত্ব বাতিলের আদেশটি বেআইনি। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে নিম্ম আদালতে দায়ের করা আপিলে একই যুক্তি দেখিয়েছিলেন শামিমা। তবে আদালত এবারও শামিমার এই যুক্তি খারিজ করে দিয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ