ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা আড়াইটার দিকে জেলা শহরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পৌর এলাকা ভাদুঘরের জালু মিয়ার ছেলে মাইনুদ্দিন (২০) ও হৃদয় (১৭)।
হাসপাতালে আসা মাইনুদ্দিনের ভাই মাসুম মিয়া জানান, জেলা শহরের কলেজপাড়ায় নির্মাণাধীন একটি তিনতলা ভবনের ছাদের ঢালাই দিতে মাইনুদ্দিনসহ শ্রমিকেরা কাজ করছিলেন। বৃহস্পতিবার দুপুরে ছাদের রড বিছানোর সময় পাশের বিদ্যুতের খুঁটিতে স্পৃষ্ট হয়। এসময় রড হাতে থাকা মাইনুদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনতলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তার সাথে থাকা হৃদয় আহত হলে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলা৭১নিউজ/এএম