ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার তেলিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন লোকমান মিয়া (২৯), আমজাদ হোসেন (১৮) ও শরীফ মিয়া (১৬)। তারা সবাই সরাইল সদর ইউনিয়নের নিজ সরাইল গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, তেরকান্দা গ্রামের একটি বাড়িতে বাউন্ডারির দেওয়াল নির্মাণ চলছিল। এসময় নির্মাণকাজে ব্যবহৃত লোহার রড অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে স্পর্শ করে। এতে তিন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, নিহতদের পরিবার মরদেহগুলো কাউকে কিছু না বলে বাড়িতে নিয়ে গেছে। মরদেহগুলো ফিরিয়ে এনে হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পরে বিস্তারিত জানানো হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ