ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাতেমা বেগম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) সকাল ১০টায় উপজেলা সদরের নোয়াহাটি গ্রামে এই ঘটনা ঘটে। ফাতেমা বেগম নোয়াহাটি গ্রামের তারু মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার সকালে শিশু ফাতেমা হাত-পা ধোয়ার জন্য বাড়ির পাশের একটি ডোবায় যায়। এসময় ডোবায় পড়ে থাকা একটি বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ ময়নাতদন্ত করার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।
বাংলা৭১নিউজ/এমএস