বাংলা৭১নিউজ,গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মঙ্গলবার রাতে একদল ছিনতাইকারী মাহবুব নামের এক ব্যবসায়ীর ২ লক্ষ টাকা ছিনতাই করে মটর সাইকেলযোগে পালিয়ে গেছে। রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌছে আশপাশের লোকজন ও দোকানদারদের জিজ্ঞাসাবাদ শেষে উক্ত ব্যবসায়ীকে থানায় নিয়ে গেলেও অজ্ঞাত কারণে মামলা হয়নি।
ব্যবসায়ী মাহবুব জানায়-সে গোবিন্দগঞ্জ পৌরশহরের জাহানারা মার্কেটের পাশে একটি দোকান ভাড়া নেয়ার জন্য দোকান ঘরের সিকিউরিটি মানি দেয়ার জন্য একটি ব্যাগে করে ২ লক্ষ টাকা নিয়ে রাত প্রায় ১০ টার দিকে সোনালী ব্যাংকের পাশে ঢাকাই মোসলেমের দোকানের সামনে পৌছিলে হঠাৎ করে ৪/৫ জন যুবক তার পথ রোধ করে হাতের ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
এক পর্যায়ে দুই যুবক তার টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে মটর সাইকেলে চড়ে পালিয়ে যাওয়ার সময় এক যুবককে মাহবুব জাপটে ধরলে ছিনতাইকারীরা তাকে মারপিট করে উক্ত যুবককে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। প্রায় আধা ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌছে আশপাশের লোকজন ও দোকানদারদের জিজ্ঞাসাবাদ করে মাহবুবকে থানায় নিয়ে যায়। একটি সূত্রজানায়, ছিনতাইয়ের সাথে জরিত সন্দেহে ওই রাতেই পৌরশহরের ঘোষপাড়ায় অভিযান চালিয়ে পুলিশ ৩ যুবককে আটক করলেও পরে তাদেরকে ছেড়ে দেয় হয়।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান পিপিএম জানান, কেও কোন অভিযোগ নিয়ে আসেনি। সম্ভবত টাকা পয়সার লেনদেন নিয়ে ঝামেলা ছিল; রাতেই ঘটনাটির মিমাংসা হয়ে থাকতে পারে।
বাংলা৭১নিউজ/জেএস