রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদিতে ১৯ হাজারেরও বেশি অভিবাসী গ্রেফতার শেখ রেহানার ছোট মেয়ে আজমিনাও ফ্ল্যাট উপহার নিয়ে বিতর্কে ইউরোপিয়ান ইউনির্ভাসিটির শিক্ষার্থী হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড জনগণের ঐক্য আরও সংহত করে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে: ড. কামাল অল্প সময়ের জন্য এসেছি, ফুটপ্রিন্ট রেখে যেতে চাই: সালেহউদ্দিন আহমেদ তারেক রহমানে দেশে ফিরতে অল্প কিছুদিন লাগবে: সালাহউদ্দিন কোস্টগার্ডকে দেখে পালানোর চেষ্টা, আটক ৩ ‘তালাক’ না দেওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে ভারতকে উড়িয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া সীমান্তে নতুন ভাসমান চৌকি বসিয়েছে ভারত ‘দেশ পুনর্গঠনে ভিডিপি সদস্যদের প্রকৃত স্বেচ্ছাসেবী হিসেবে গড়ে তুলতে হবে’ ১১ দিন পর খুলে দেওয়া হলো সচিবালয়ের আগুন লাগা ভবন প্রাথমিক শিক্ষার ২৬৩ কোটি টাকা ব্যয়ে দুর্নীতি : দুদকের অভিযান ভয়ঙ্কর ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, কয়েক রাজ্যে জরুরি অবস্থা ঢাকায় ২০০৮ সালের বিধি অনুযায়ী ভবন নির্মাণের অনুমতি দেওয়ার দাবি ১৭ দিন পর হাইকোর্টের নিয়মিত কার্যক্রম শুরু খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ রাতে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, সর্বোচ্চ দুষণ গুলশান এলাকায় ফারুকের ওপর হামলার ঘটনায় সারজিসকে দায়ী করলেন খোমেনী অব্যাহতি পাওয়া প্রশিক্ষণার্থী এসআইদের অবস্থান কর্মসূচি

বোসিস্টো-অঙ্কনের ঝোড়ো ব্যাটিংয়ে খুলনার দুইশ পেরোনো স্কোর

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১০ বার পড়া হয়েছে

প্রতিশ্রুতি ছিল আদর্শ উইকেটের। বিপিএলের প্রথম দিনে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা গিয়েছিল দারুণভাবে। উদ্বোধনী দিনের বিচারে বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রান উঠেছে গতকাল। বড় রানের সেই ধারা বজায় থাকলো দ্বিতীয় দিনের প্রথম ম্যাচেও। চট্টগ্রাম কিংসের বোলারদের নাভিশ্বাস তুলেছেন খুলনার দুই ব্যাটার উইলিয়াম বোসিস্টো এবং মাহিদুল ইসলাম অঙ্কন।

দুজনের ফিফটি পেরুনো ইনিংস খুলনা টাইগার্সকে দিয়েছে ২০৩ রানের বিশাল সংগ্রহ। খুলনার অস্ট্রেলিয়ান ওপেনার উইলিয়াম বোসিস্টো নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটিই পেয়েছেন এদিন। ৫০ বলে ৭৫ রান করে ছিলেন অপরাজিত। আরেক ব্যাটার মাহিদুল অঙ্কনই বলতে গেলে দলের স্কোর টেনে নিয়েছেন অনেকটা দূর। ২২ বলে ১ চার ও ৬ ছক্কায় করেছেন ৫৯ রান। 

শুরুতেই ঝড়ের আভাস দিয়েছিলেন খুলনার ওপেনার মোহাম্মদ নাইম। ১ চার ও ৩ ছক্কায় ২৬ রানের ইনিংস সাজিয়েছেন তিনি। যদিও ইনিংসটা বড় করা হয়নি তার। খুব বেশি বিধ্বংসী হওয়ার আগেই তাকে ফিরিয়েছেন আলিস আল ইসলাম। মেহেদি হাসান মিরাজ ওয়ানডাউনে নেমে সুবিধা করতে পারেননি। ওয়ানডে মেজাজে খেলে ১৮ বলে করেছেন ১৮ রান। টম ও’কনেলের হাতে ক্যাচ দিয়েছেন খালিদ আহমেদের বলে। 

চারে ব্যাট করতে নেমে আফগানিস্তানের ইব্রাহিম জাদরানও সুবিধা করতে পারেননি। ৬ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন খালেদের বলে। আফিফ হোসেন ধ্রুবও হতাশ করেছেন। আলিসের বলে ফেরার আগে করেছেন ৭ রান।

বাকি ইনিংসটা কেবলই মাহিদুল ইসলাম অঙ্কনের। ১৭তম ওভারে শরিফুল ইসলামকে ৩ বার সীমানাছাড়া করেছেন। ইনিংস শেষ করেছেন ৬ ছক্কা দিয়ে। চার ছিল মোটে ১টি। তাকে অপরপাশে সঙ্গ দিয়েছেন বোসিস্টো। তিনি নিজেও চড়াও হয়েছেন চট্টগ্রামের বোলারদের ওপর। তাতেই খুলনা পেয়ে যায় ২০৩ রানের স্কোর।  

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com