বাংলা৭১নিউজ,বোদা(পঞ্চগড়)প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় ব্রয়লার মুরগীর ফার্ম করে স্বাবলম্বী হয়েছেন অনিত্য রায়। মুরগীর ফার্ম করে বেকারত্ব দুর করে এখন তিনি স্বাবলম্বী হয়েছেন। উচ্চ শিক্ষিত অনিত্য রায় ¯œাতক ডিগ্রি অর্জন করে অন্যের পিছনে ধর্ণা না দিয়ে নিজের কর্মের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। সেই চেষ্টায় তিনি সফল হয়েছেন। তিনি উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের কাদেরপুর গ্রামে ২০১৪ সালে ২৫০টি ব্রয়লার মুরগী দিয়ে প্রথমে নিজ বাড়ীতে ফার্ম তৈরী করেছেন।
ফার্ম তৈরীর পর তাকে আর পিছনে তাকাতে হয়নি। বর্তমানে ৩০০টি সোনালী প্যারেন্টস, ১২০০ ও ৩০০০ ধারণ ক্ষমতার দুটি ইনকিউবেটর, একটি হ্যাচার মেশিন, ১০০০ ব্রয়লার, ২০০০ সোনালী মুরগী রয়েছে। নিজে পরিশ্রম করে তিনি ফার্ম গুলোকে ব্যবসায়িক ফার্ম হিসেবে গড়ে তুলেছেন। কঠোর পরিশ্রম আর লক্ষ যদি ঠিক থাকে তাহলে যে কোন কাজে সফলতা আসে। তেমনি সফলতা পেয়েছেন অনিত্য রায়। নিজে বেকারত্ব ঘুচিয়ে তিনি চাকুরীর পিছনে না ছুটে নিজ ফার্মে মনযোগ দিয়ে নিজের ও পরিবারের স্বচ্ছতা এনেছেন। তার কর্ম দেখে অত্র এলাকার অনেক বেকার ছেলে নিজে কর্ম খুজে নেওয়ার চেষ্টা করছেন।
বাংলা৭১নিউজ/এমএস