বাংলা৭১নিউজ, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা বাজারে শুক্রবার ভ্রাম্যমান আদালতে ৩ জন ব্যবসায়ীকে মোট ৪ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী।
এ সময় বোদা থানার ওসি (তদন্ত) আবু সায়েম মিয়া সহ বোদা থানার এক দল পুলিশ উপস্থিত ছিলেন।
উল্লেখ যে করোনা ভাইরাসের অজুহাত দেখিয়ে উপজেলার হাট-বাজারগুলোতে কিছু অসৎ ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির পায়তারা করছিল। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার গতকাল শুক্রবার বোদা বাজারে ভ্রাম্যমান আদালন পরিচালন করেন।
বাংলা৭১নিউজ/এবি