বাংলা৭১নিউজ,বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের বৈরাতী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিন সোমবার বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
পাঁচপীর ইউ’পি চেয়ারম্যান ও বৈরাতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হুমায়ূন কবির প্রধানের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৈরাতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ চন্দ্র বর্মন। এ সময় উপজেলা একাডেমিক শিক্ষা অফিসার আবু ওয়ারেজ সহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসই