বাংলা৭১নিউজ, মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় পানের দাম আকাশ ছোয়া। এতে ক্রেতারা পড়েছে মহা বিপাকে।
গতকাল শনিবার হাটবারে ১০০ পান ১২০ টাকা দরে বিক্রি হয়েছে। বোদাহাটের পান আড়তের ব্যবসায়ীরা বলছেন ঘন কুয়াশার কারণে পানের পচন দেখা দেওয়ায় পান আমদানী কমে গেছে। তাই পানের দান কয়েক গুন বৃদ্ধি পেয়েছে।
গত এক সপ্তাহ আগে ১০০ পানের দাম ছিল সর্বো” ৫০ টাকা। হঠাৎ পানের দাম বৃদ্ধি পাওয়ায় ক্রেতারা পড়েছে যেমন বিপাকে তেমনি পান দোকানদাররা পড়েছে।
খোজ নিয়ে জানা গেছে অনেক পান দোকানী তাদের পান বিক্রি বন্ধ করে দিয়েছে। কারণ এত দামে পান ক্রয় করে তারা লাভ করতে পারছেন না। অনেক দোকানী জানান, বর্তমানে পান বিক্রি করে কোন লাভ নেই।
বাংলা৭১নিউজ/জেএস