বাংলা৭১নিউজ, ডেস্ক: জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নাইজেরিয়ার ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী বোকো হারামের সঙ্গে ইসলামিক স্টেট (আইএস)-এর সংশ্লিষ্টতার ব্যাপারে সতর্ক রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
এক বিবৃতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বলছে, বোকো হারাম পশ্চিম ও মধ্য আফ্রিকায় ‘শান্তি ও স্থিতিশীলতা নষ্টের’ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে এক মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বোকো হারামের যোদ্ধারা লিবিয়ায় আইএস-এ যোগ দিচ্ছে বলে জানা গেছে।
শনিবার নাইজেরিয়ার রাজধানী আবুজায় বোকো হারামের বিরুদ্ধে লড়াই শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
আবুজায় প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি বেনিন, ক্যামেরুন, সাদ ও নাইজারের রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ, ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড ও মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে স্বাগত জানাবেন।
এক বিবৃতিতে ১৫ সদস্যবিশিষ্ট মার্কিন নিরাপত্তা পরিষদ ‘বোকো হারামের সঙ্গে ইসলামিক স্টেটের এই সম্পৃক্ততায় সতর্কতা প্রকাশ করেছে।’
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আবুজায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির এই নিরাপত্তা সম্মেলন আয়োজনের মতো ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপের’ প্রতিও সমর্থন জানায়।
এদিকে ব্লিংকেন জানান, বোকো হারামের সদস্যদের আইএস-এ যোগ দেয়ার জন্য লিবিয়ায় যাওয়ার সংবাদে তিনি উদ্বিগ্ন।
লিবিয়ায় সাম্প্রতিক মাসগুলোতে আইএসএ’র প্রভাব বাড়ছে।
বাংলা৭১নিউজ/এস