বাংলা৭১নিউজ, মানিকগঞ্জ: বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
আজ বেলা সাড়ে ১১টা থেকে এই রুটে লঞ্চ চলাচল বন্ধ করা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর সহকারী পরিচালক (ট্রাফিক) মো. ফরিদুল ইসলাম জানান, ঝড়ো হাওয়ার কারণে পদ্মা উত্তাল হয়ে পড়েছে। বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে এই রুটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।
আবহাওয়া পরিস্থিতি উন্নতি হলে লঞ্চ চলাচল শুরু করার নির্দেশ দেয়া হবে বলে জানায় বিআইডব্লিউটিএ।
বাংলা৭১নিউজ/সিএইস