বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আবদুস সোবহান গোলাপ-এস কে সুরসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা শেয়ার কারসাজির ‘মাস্টার’ হিরুর পরিবারের ব্যাংক হিসাব তলব চাঁদপুরে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ: একজন গুলিবিদ্ধ ফের বাড়ল এলপিজির দাম ওষুধ-স্বাস্থ্যসেবায় বিনিয়োগে আগ্রহী ইউরোপ প্রবাসী ব্যবসায়ীরা রাষ্ট্রপতির কাছে সুইডেন-আলজেরিয়ার রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ ইসরায়েলের ‘সব অবকাঠামোতে’ হামলার হুঁশিয়ারি ইরানের বৃদ্ধকে হত্যার পর ৯ টুকরো করলেন স্ত্রী-সন্তান এবার আওয়ামী লীগসহ ১৪ দলের নামে ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ ৫৩ ঘণ্টা পর সড়ক ছাড়ল শ্রমিকরা, আশুলিয়ায় যান চলাচল শুরু ঢাকায় একদিনে ৩৬ লাখ টাকা জরিমানা, ২২৯ গাড়ি ডাম্পিং সার-গ্যাসের সংকট হবে না: অর্থ উপদেষ্টা স্ত্রীসহ সাকিবের ব্যাংক হিসাব তলব কারাগারে মাহমুদুর রহমান, যা বললেন আসিফ নজরুল চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর যৌক্তিকতা আছে ইমিগ্রেশন পার হননি, অবৈধ পথে ভারত পালিয়েছেন আসাদুজ্জামান ঝোড়ো হাওয়ার আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত পরিস্থিতি মনিটর করছি, আশা করছি সবাই শান্ত হবে: শ্রম সচিব ক্ষেপণাস্ত্র হামলার আগে ইসরায়েলে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ৮ জিবুতি উপকূলে অভিবাসনপ্রত্যাশীবাহী নৌকা ডুবে নিহত ৪৫

বেলিংহ্যাম-রুদ্রিগো জুটিতে রিয়ালের জয়

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১২ বার পড়া হয়েছে

চ্যাম্পিয়নস লিগে জয়ের ধারা বজায় রেখেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এবার পর্তুগিজ ক্লাব ব্রাগাকে হারালো কার্লো আনচেলত্তির শিষ্যরা। লড়াই জমিয়ে তোলার আভাস দিলেও শেষমেশ টিকতে পারেনি ব্রাগা। জুড বেলিংহ্যাম ও রুদ্রিগোর গোলে ম্যাচটি ২-১ গোলে জিতেছে ‘লস ব্লাঙ্কোস’রা।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে ম্যাচের শুরু থেকেই নিজেদের দখলে বল রেখে খেলতে থাকে রিয়াল। তাতে ম্যাচের প্রথম শটেই এগিয়ে যায় তারা। ডি-বক্সের বাইরে থেকে ভিনিসিয়াস জুনিয়রকে পাস দেন নাচো ফার্নান্দেজ। ডি-বক্সে ঢুকে ভিনিসিয়াস পাস বাড়ান রুদ্রিগোকে। স্লাইড করে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান তারকা। 

ম্যাচের ২৪তম মিনিটে ভালো একটি সুযোগ তৈরি করে ব্রাগা। তবে পর্তুগিজ ফরোয়ার্ড রিকার্ডো অর্তার শট রিয়ালের রক্ষণে প্রতিহত হয়। প্রথমার্ধে দুই দল আরও কয়েকটি আক্রমণ শাণায়। তবে জাল খুঁজে নিতে ব্যর্থ হয়। তাতে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে দারুণ এক সুযোগ পেয়েছিলেন বেলিংহ্যাম। তবে ইংলিশ এই মিডফিল্ডারের শট কোনোমতে এক হাত দিয়ে ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠান ব্রাগা গোলরক্ষক। এর খানিক বাদেই ব্যবধান দ্বিগুণ করে রিয়াল।

৬১তম মিনিটে আরেকটি দারুণ বোঝাপারায় আক্রমণে ওঠেন ভিনিসিয়াস। বাঁ দিক থেকে তার বাড়ানো পাস বক্সের মুখে পেয়ে যান বেলিংহ্যাম। বল পায়ে রেখে খানিক এগিয়ে মাটি কামড়ানো নিচু শট নেন ইংলিশ মিডফিল্ডার।ঝাঁপিয়েও বলের নাগাল পাননি ব্রাগা গোলরক্ষক।

এ নিয়ে রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচ খেলে প্রতিটিতেই একবার করে জালের দেখা পেলেন বেলিংহ্যাম। লা লিগাতেও নিয়মিত গোল করে চলেছেন তিনি। ৯ ম্যাচে ৮ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে অবস্থান করেছেন এই তরুণ।

বেলিংহ্যামের গোলের পরপরই এক গোল শোধ করে ব্রাগা। বক্সে সিমোন বান্সার পাস পেয়ে ঠাণ্ডা মাথায় জোরালো শটে কাছের পোস্ট দিয়ে স্কোরলাইন ২-১ করেন স্প্যানিশ ফরোয়ার্ড দিয়ালো। বাকি সময়ে নিজেদের রক্ষণ সমুন্নত রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। 

এই জয়ে তিন ম্যাচ পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে রিয়াল। গ্রুপের অন্য ম্যাচে ইউনিয়ন বার্লিনকে ১-০ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে নাপোলি আছে দ্বিতীয় স্থানে। তিন নম্বরে থাকা ব্রাগার পয়েন্ট ৩। জার্মান ক্লাব বার্লিন তিন ম্যাচের সবকটিতেই হেরেছে।

বাংলা৭১নিউজ/এআরকে

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com