বাংলা৭১নিউজ, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি শিশু একাডেমি বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির উদ্যোগে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে আজ (সোমবাবার) দিনব্যাপী পিঠা উৎসব ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বেলকুচি শিশু একাডেমির পিইসি, জিএসসি পরিক্ষায় গোল্ডেন প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরন এবং এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। ওই পিঠা উৎসব মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় ও বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও শিশু একাডেমির সভাপতি ওলিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জের এডিসি (শিক্ষা ও আইটি) মোঃ মনিরুজ্জামান।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উক্ত বিদ্যালয়ের সহ-সভাপতি আলহাজ একেএম ইউসুফজী খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম, উক্ত বিদ্যলয়ের প্রধান শিক্ষক মাহমুদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী দেলখোস আলী প্রামানিক, দপ্তর সম্পাদক গাজী আব্দুল মালেক তালুকদার, বিদ্যলয়ের ম্যানেজিং কমিটির সদস্য অমৃত নারায়নদে, বিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির হোসেন, মৌনতা সাহা প্রমুখ।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, গ্রাম বাংলার পিঠা উৎসব ধরে রাখতে আয়োজন করেছে তারা। পিঠা উৎসব মেলা এক নজর দেখার জন্য এলাকার অভিভাবকসহ উৎসুক জনতার ভিড় উপচে পড়ে।
বাংলা৭১নিউজ/জেএস