বাংলা৭১নিউজ, বেনাপোল প্রতিনিধি: যশোর জেলা অতিরিক্ত মেজিস্ট্রেট আদালত কর্তৃক ১৪৪ ধারা জারির পরও মিজানুর রহমান তার আপন বড় ভাইএর ৫ শতক বসতি জমির ওপর জোর করে প্রাচীর নির্মান করে তার যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে।
আদালত সুত্রে জানা যায়, বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় ৮৮ নং মৌজার সাবেক দাগ নং -২৬২-২৬৩ ও হাল দাগ -৬৪১ , ৬৪৩ যার খতিয়ান নং-৪০২ এর ৩২ শতক জমির মধ্যে ৫ শতক নালিশী জমির ওপর আদালতে মামলা করা হয়। মিজানুর রহমান স্থানীয় কিছু সন্ত্রাসীদের নিয়ে ১৪৪ ধারা ভংগ করে জোর পূর্বক প্রাচীর নির্মান করে চলাচলের পথ বন্ধ করে দেয়। ফলে বড় ভাই নুরুজ্জামান তার পরিবার অবরুদ্ধ হয়ে আছে। পরিবারের ছোট ছোট স্কুল শিক্ষার্থীরা এক রকম স্কুলে যাওয়া বন্ধ করে দিযেছে। বাড়ীর অসুস্থ রোগীরাও ঘর থেকে বের হতে পারছে না।
ছোট ভাই মিজান প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছে না এলাকাবাসী। ফলে নুরুজ্জামান আইনের আশ্রয় নিয়ে সাহস পাচ্ছে না। বিষয়টি এলাকাবাসী দ্রুত নিস্পওির জন্য প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে।
বাংলা৭১নিউজ/জেএস