বাংলা৭১নিউজ, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসার সময রোববার দুপুরে ১৩ নারী-পুরুষ ও শিশু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা ।এ সময কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি ।
আটককৃতদের মধ্যে ৩ জন পুরুষ ৬ জন নারী ও ৪ জন শিশু রয়েছে । এদের বাড়ি নড়াইল ও পরিদ জেলার বিভিণœ স্থানে।
বিজিবি জানায, নিজস্ব গোযেন্দা সূত্রে জানতে পারি ভারত থেকে বেশ কিছু নারী-পুরুষ ও শিশু বাংলাদেশ অভ্যন্তরে ঢুকে পুটখালী গ্রামের পশ্চিম পাডা বলফিল্ডের পাশে একটি আম বাগানে জড়ো হযেছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৩ পুরুষ ৬ নারী ও ৪ শিশুকে আটক করে।
বেনাপোল পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার ওমর ফারুক ১৩ জন নারী-পুরুষ ও শিশু আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ অনুপ্রবেশের অপরাধে মামলা দিয়ে তাদেরকে বেনাপোল পোর্ট থানায সোপর্দ করা হযেছে ।
বাংলা৭১নিউজ/জেএস