বাংলা৭১নিউজ, বেনাপোল প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা বেনাপোলর আমড়াখালি এলাকায় আজ রোববার সকালে অভিযান চালিয়ে ৪কেজি ২০০ গ্রাম রুপা , ৫৯৬ বোতল ফেনসিডিল জব্দ করেছে। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।
বিজিবি বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার মনির হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান রুপা নিয়ে যশোর যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে রুপা ো ফেনসিডিলের চালান আটক করে।
বিজিবির অভিযান টের পেয়ে পাচারকারী পালিয়ে যায়। আটক ফেনসিডিল ও রুপা যশোর বিজিবি ব্যাটালিয়নের পাঠানো হবে।
বাংলা৭১নিউজ/জেএস