বাংলা৭১নিউজ, বেনাপোল প্রতিনিধি: ঐতিহ্যবাহী বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি -১৯৯৯ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুস্ঠান আজ বোনপোল পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শহীদ আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল হাইস্কুলের প্রধান শিক্ষক মো: শওকাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন, বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব মহসিন মিলন।
বেনাপোল হাই স্কুলে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় র্যালী ও আলোচনা সভা। শিক্ষার ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন, শিক্ষক আবু তালেব, শিক্ষক আলতাফ হোসেন, শিক্ষক আব্দুল মান্নান, শিক্ষক মোখলেছুর রহমান, ও শিক্ষক মাওলানা ইয়ামিন হোসেন, শাহাবউদ্দিন রনি, মুসলিম উদ্দিন পাপ্পু, নজরুল ইসলাম ও জহির উদ্দিন রিপন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন লিপু । অনুষ্ঠান শেষে ১৯৯৯ সালের ব্যাচের অহিদুল ইসলাম’র অকাল মৃত্যুতে তার স্ত্রীকে নগদ ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস