হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বেতন দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ রেখে বিক্ষোভ করেছেন কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার অলিপুরে তাফরিদ কটন মিলের কয়েকশ শ্রমিক বিক্ষোভে অংশ নেন। এ সময় মহাসড়কের উভয় পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ শ্রমিকদের সঙ্গে আলোচনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
তাফরিদ কটন মিলের শ্রমিক সাফিয়া বেগম বলেন, অন্য কোম্পানি যেখানে মাসের প্রথম সপ্তাহে শ্রমিকদের বেতন দেয় সেখানে আমাদের কোম্পানি প্রতিমাসেই ১৫-২০ তারিখে বেতন দেয়।
আমরা তো টাকার জন্যই কাজ করি। মাস শেষে বাসা ভাড়া বাজার সদাই করতে পারি না। আজকে বেতন দেওয়ার কথা। কিন্তু এখন বলতাছে দিতে পারবে না। আমরা আমাদের ন্যায্য পাওনা আদায়ের জন্যই মহাসড়ক অবরোধ করি। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছি।
এ বিষয়ে তাফরিদ কটন মিলের সহকারী মহা-ব্যবস্থাপক (প্রশাসন) খায়রুল আলম বলেন, শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল ১৫ আগস্ট। কিন্তু ওইদিন ব্যাংক বন্ধ থাকায় বেতন দেওয়া যায়নি। আজ ব্যাংকে চেক পাঠানো হয়। বড় অংকের টাকা হওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ টাকা ম্যানেজ করতে দেরি করে। এরই মধ্যে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। এখন সবাইকে বেতন দেওয়া হচ্ছে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল বলেন, শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করি। তাফরিদ কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সামিউল ইসলামের সঙ্গে কথা বলে শ্রমিকদের বেতন ব্যবস্থা করা হয়।
বাংলা৭১নিউজ/এসএইচ