শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভোট বর্জনই বিএনপির আন্দোলন: এ্যানি আফগানিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১১ পশুর জন্য প্রাকৃতিক খাদ্য উৎপাদন বাড়াতে বললেন প্রাণিসম্পদ মন্ত্রী বাংলাদেশ ব্যাংক স্বাধীন সত্তা হারিয়েছে: ড. ফাহমিদা ৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিউটন গ্রেপ্তার জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি ন্যায়বিচার পাওয়া সাংবিধানিক অধিকার : প্রধান বিচারপতি দুর্যোগ মোকাবিলায় ১ কোটি স্বেচ্ছাসেবী গড়ে তোলার পরিকল্পনা ওয়ারীতে বাথরুমে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ঢাকায় আসছেন কানাডার ইন্দো-প্যাসি‌ফিক বা‌ণিজ্য প্রতি‌নি‌ধি পার্লামেন্টের নারী স্পিকারদের সামিট এক অনবদ্য প্ল্যাটফর্ম টেক্সাসে ভারী বৃষ্টি-ঝড়, নিহত ৭ বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবে, প্রশ্ন ওবায়দুল কাদেরের দুই ম্যাচ আগেই কিংসকে ‘উপহার’ বাফুফের বৃষ্টিতে ফরিদপুরের পাটচাষিদের ৫০ কোটি টাকা সাশ্রয় হামলা আরও জোরালো করতে পারে রাশিয়া, আশঙ্কা জেলেনস্কির ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে

বৃহস্পতিবারও সড়ক অবরোধের ঘোষণা ছাত্রদের

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১ আগস্ট, ২০১৮
  • ১২৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় নারায়ণগঞ্জে নজিরবিহীন আন্দোলন গড়ে তুলেছে ছাত্ররা। বুধবার শান্তিপূর্ণ আন্দোলন শেষে বৃহস্পতিবারও রাজপথে থেকে সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় অবস্থান নিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী নারায়ণগঞ্জের সঙ্গে রাজধানীসহ আশপাশের যান চলাচল বন্ধ করে দেয়। আটকে দেয় ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ট্রেন চলাচল।

স্থানীয়রা জানায়, রাজধানীতে দুই শিক্ষার্থী নিহতের পর মঙ্গলবার প্রথম দফায় নারায়ণগঞ্জে বিক্ষোভ দেখায় শিক্ষার্থীরা। সেদিন শুধু চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শতাধিক শিক্ষার্থী মানববন্ধন করে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবি করে। তবে সেদিনই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বুধবার সকাল থেকে ফের চাষাঢ়ায় অবস্থানের ঘোষণা দেয় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১০টা থেকে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, কমার্স কলেজ, মডেল কলেজসহ বেশ কয়েকটি কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা দলে দলে চাষাঢ়া মোড়ে অবস্থান নেয়। শহরের চাষাঢ়া গোল চত্বরে শিক্ষার্থীদের অবস্থানের ফলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ ও চাষাঢ়া-আদমজী-শিমরাইল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে আটকে দেয়া হয় ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ট্রেন। এমনকি পুলিশের গাড়িও থামিয়ে দেয়া হয়। তাদের গাড়ি থেকে নেমে ডিউটি পালন করতে বাধ্য করা হয়।

এদিকে, ‘নৌমন্ত্রীর পদত্যাগ চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ নানা ধরনের লেখা সম্বলিত প্ল্যাকার্ড ছিল শিক্ষার্থীদের হাতে। পুলিশ ঘটনাস্থলে থাকলেও তারা কোনো ধরনের বাধা দেয়নি। বিকেল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আন্দোলনকারীদের সরে যাওয়ার কথা বললেও কেউ যায়নি। বিকেল ৪টায় আন্দোলনকারীরা সড়ক থেকে সরে গিয়ে বৃহস্পতিবার আবারও সড়ক অবরোধের ঘোষণা দেয়।

অপরদিকে, শ্রমিকদের জীবনের নিরাপত্তার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় সকাল থেকে অবরোধ শুরু করে পরিবহন শ্রমিকরা। বেলা সাড়ে ১১টার দিকে পরিবহন শ্রমিকরা সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। শিক্ষার্থীদের মারধর করতে দেখা গেছে তাদের।

নারায়ণগঞ্জ বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মুক্তার হোসেন বলেন, সকালে শিক্ষার্থীরা শনিরআখড়া ও চাষাঢ়ায় সড়ক অবরোধ করে। এরপর সাইনবোর্ড এলাকায় কিছু উৎসাহী পরিবহন শ্রমিক পাল্টা অবরোধ করে। আমরা কোনো ধর্মঘট ডাকিনি। বিকেল ৪টা থেকে যান চলাচল শুরু হয়েছে।

নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের ওসি কামরুল ইসলাম বলেন, বিকেল ৪টায় আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক থেকে সরে দাঁড়ালে যান চলাচল শুরু হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। সূত্র: জাগোনিউজ।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com