পঞ্চগড়ের বোদায় বৃষ্টির পানি নেই। বেশ কিছুদিন ধরে বৃষ্টির পানি না হওয়ায় খালবিল শুকিয়ে গেছে। খালবিলের পানি শুকিয়ে যাওয়ায় এ উপজেলার পাট চাষীরা পড়েছে বিপাকে।
এদিকে শ্রাবন মাস শেষ হওয়ার পথে। কিন্তু বৃষ্টির পানি না হওয়ায় পাট চাষীরা অনেকে তাদের জমির পাট কাটতে পারছেন না। অনেকে আবার পাট কেটে রেখেছেন পানির অভাবে পাট জাক দিতে পারছেন না।
উপজেলার কৃষকদের সাথে কথা বলে জানা য়ায়, এ উপজেলার অন্যান্য বছরের চেয়ে পাট চাষ কম হয়েছে। কৃষকরা বলছেন বর্তমানে কৃষি উপকরণ ও কৃষি শ্রমিকের দাম অনেক বেড়ে গেছে। তাছাড়া বাজারে কৃষকরা পাটের নায়্যমুল্য পায় না। কৃষকরা যখন পাট বাজারে বিক্রি করে তখন বাজারে মৃল্য কম থাকে।
বর্তমান বাজারে ২২শত হতে ২৩ শত টাকা মণ দরে পাট বিক্রি হচ্ছে। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, চলতি মৌসুমে পাট চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২শত ৩০ হেক্টর।
বাংলা৭১নিউজ/এসএইচ