রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী আটক শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেফতার টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত সরকারের প্রতি জি এম কাদেরের ত্রাণ সহায়তার আহ্বান ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১২২৫ বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স গঠন হচ্ছে : আসিফ ভারত থেকে এলো ২ লাখ ৩১ হাজার ডিম, পিস ৭.৫ টাকা কোনো নিরাপত্তাঝুঁকি নেই, নির্বিঘ্নে পূজা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা সুদ মওকুফ করে ঋণ রিশিডিউল করার দাবি চামড়া ব্যবসায়ীদের ১০০০ আইটি ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষণ দিতে চায় জাইকা বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় সহায়তা দেবে যুক্তরাষ্ট্রের ইউএসটিডি দুই জাহাজে অগ্নিকাণ্ড: নৌ-মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন অভ্যুত্থানে ১০৫ শিশু নিহত, প্রত্যেক পরিবার পাচ্ছে ৫০ হাজার টাকা ক্রিকেটার ছদ্মবেশে শ্রমিক নেওয়ার অভিযোগে ২১ বাংলাদেশি আটক ইসরায়েলি হামলা হলে জবাব দিতে পরিকল্পনা প্রস্তুত ইরানের সাবেক স্বরাষ্ট্র সচিব আমিনুল গ্রেপ্তার অনুমাননির্ভর কোনো কথা বলতে চাই না: সাখাওয়াত হোসেন সমাজকল্যাণ উপদেষ্টার প্রশ্ন সংস্কার ছাড়া নির্বাচন নিতে পারবেন শেখ হাসিনার সাবেক মুখ্য সচিবের ৭ দিনের রিমান্ড

বৃষ্টিতে তলিয়েছে খুলনার নিম্নাঞ্চল, দুর্ভোগ বাড়িয়েছে খোঁড়া রাস্তা

খুলনা প্রতিনিধি:
  • আপলোড সময় রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪ বার পড়া হয়েছে

গত দু’দিনের টানা বর্ষণে স্থবির হয়ে পড়েছে খুলনার জন্যজীবন। রাতভর ভারী বৃষ্টিপাতের ফলে পানি দ্রুত সরে যেতে না পারায় তলিয়ে গেছে খুলনার নিম্নাঞ্চল।

পানিতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় সপ্তাহের প্রথম দিনে অফিস ও স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে।

আবহাওয়া অফিস বলছে, নিম্নচাপের প্রভাবে গত দুদিন ধরে বৃষ্টিপাত হলেও আজ রোববার বিকেল থেকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি ঘটতে পারে।

মৌসুমী নিম্নচাপের প্রভাবে গত দুইদিন ধরে খুলনা অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। এতে করে খুলনার অধিকাংশ এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে। তলিয়ে গেছে নগরীর পিটিআই মোড়, রয়েল মোড়, কেডিএ এভিনিউ, হাজী মহসিন রোডসহ নগরের বিভিন্ন সড়ক।

 

গত ৩-৪ বছর ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলমান খুলনা সিটি করপোরেশনের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের কাজের কারণে বৃষ্টির পানি দ্রুত সরে যেতেও পারছে না। ড্রেনগুলোর মতো নাগরিক সড়কগুলোও মেরামত না হওয়ায় সেখানেও জমেছে পানি।

নগরীর টুটপাড়া মেইন রোড এলাকার বাসিন্দা ইমাম হোসেন সুমন বলেন, গত তিন বছর ধরে তার বাড়ির সামনে সড়কটি সিটি করপোরেশন খুঁড়ে রেখেছে। কিন্তু তার মেরামত করা হয়নি। ড্রেনের কাজ করার জন্য এই অবস্থা করে রাখায় পানি যেতে পারছে না। ফলে বিশাল একটি এলাকা গত দুদিন ধরে পানিতে তলিয়ে রয়েছে। শুক্রবার ও শনিবার তেমন কোনো সমস্যা না হলেও রোববার অফিসগামী মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

নগরের হাজী মহসিন রোডের বাসিন্দা সেজুতি ইসলাম বলেন, বৃষ্টিতে একদিকে রাস্তায় পানি জমে গেছে, অন্যদিকে সড়কে যানবাহন এমনকি রিকশাও মিলছে না। দু’একটি রিকশা দেখা গেলেও তারা ৩০ টাকার ভাড়া ৭০-৮০ টাকা দাবি করছে।

রিকশাচালক রেজাউল বলেন, বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে গেছে, মোটরের রিকশায় পানি ঢুকলে আর চালানো যাবে না। তাই বাধ্য হয়ে একটু বেশি ভাড়া নিতে হচ্ছে।

খুলনার আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মোহাম্মদ আমিরুল আজাদ বলেন, গত ২৪ ঘণ্টায় নগরীতে ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার সকাল ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

তিনি বলেন, নিম্নচাপের কারণে এই বৃষ্টিপাত। আজ রোববার বিকেল থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com