বাংলা৭১নিউজ, ডেস্ক : বৃষ্টির কারণে হ্যাগলি ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। রাত থেকেই বৃষ্টি হচ্ছে ক্রাইস্টচার্চে। যদিও সকাল ১০টার দিকে সূর্য উঁকি দেয় আকাশে। তারপর আবারও মেঘের দাপট।
এর আগে, দ্বিতীয় দিন বৃষ্টির জন্য আগে ভাগেই শেষ হয় খেলা। আগের দিন ১৯ ওভার খেলা কম হয়। ঘাটতি পুষিয়ে নিতে রবিবার নির্ধারিত সময়ের ২৩ মিনিট আগে খেলা শুরু হওয়ার কথা ছিল।
অবশ্য আগের দিনই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছিলো আগামী তিন দিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও আবহাওয়ার পূর্বাভাস অনেক সময়ই মেলে না। এমনটাই আশা করছিলেন ক্রিকেটপ্রেমীরা।
দ্বিতীয় দিনের খেলা শেষে সমানে সমান দু’দল। নিউজিল্যান্ডের স্কোর ২৬০/৭। এর আগে প্রথম ইনিংসে ২৮৯ রানে অলআউট হয় বাংলাদেশ।
বাংলা৭১নিউজ/সিএইস