জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২০ সালের অনার্স চতুর্থ বর্ষের নিয়মিত ও বিশেষ পরীক্ষা সারাদেশে একযোগে আগামীকাল বুধবার (২৯ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে। সাপ্তাহিক ও সরকারি ছুটি ব্যতিত প্রতিদিন সকাল ৯টা থেকে এ পরীক্ষা শুরু হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আতাউর রহমান জানান, পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি প্রয়োজনে ০২-৯২৯১০১৭/০২-৯২৯১০৩১, মোবাইল নং- ০১৭১১৫৪৩৮৩৮, ০১৩১৩০৫২৩৬১ নম্বরে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.ac.bd-এ পাওয়া যাবে।
বাংলা৭১নিউজ/এসএইচ