বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৪০ বছর বয়সের মানসিক প্রতিবন্ধীর পিতৃহীন নবজাতকের দায়িত্ব নিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলাম।
উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিম গ্রামের দুরুল হোদার স্ত্রী মোসা. নাসিমা বেগমের নিকট নবজাতক শিশু ও তার মাকে হস্তান্তর করা হয়।
জানাগেছে, বেশকিছুদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে বেড়ানো মানসিক ভারসাম্যহীন নারীর প্রসব বেদনা উঠলে সোমবার ভোরে ওই এলাকার জনৈক ব্যক্তির কুড়ে ঘরে বুদ্ধিপ্রতিবন্ধির প্রসব বেদনা ছটপট করতে থাকে। বিষয়টি স্থায়ী নাসিমা ও শাসসুর নাহার নামে দুই নারী ঘটনাটি দেখে দ্রুত তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
সোমবার সকাল ৮টায় ওই প্রতিবন্ধি নারীর ফুটঠফুটে একটি কন্যা সন্তান প্রসব করে। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আজিজুল হক সুইট জানিয়েছেন বুদ্ধিপ্রতিবন্ধি নারীর নবজাতক কন্যা সন্তান প্রসব করে। মা ও মেয়ে বর্তমানে সুস্থ রয়েছে।
তিনি আরও জানান, বুদ্ধিপ্রতিবন্ধি নারীর নাম পরিচয় বলতে না পারায় বিষয়টি শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসকে অবহিত করলে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে আসেন, নবজাতক ও মায়ের খোঁজখবর নেন। শেষে চিকিৎসার খরচের জন্য নগদ তিন হাজার টাকা প্রদান করেন।
পরে বিষয়টি কাঞ্চন কুমার দাস উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলামকে অবহিত করলে তাৎক্ষনিকভাবে ইউএনও’র বাসভবনে সদ্য ভূমিষ্ট নবজাতক কন্যা শিশুটিকে কোলে তুলে নিতে দেখা গেছে। এছাড়াও প্রতিবন্ধি মা ও নবজাতক শিশুটির চিকিৎসার খরচের জন্য নগদ ৫ হাজার টাকা প্রদান করেন। এবিষয়ে ইউএনও শফিকুল ইসলাম জানান, মানসিক প্রতিবন্ধী নারী ও তার নবজাতকের জন্য আপতত উপজেলার শাহবাজপুর ইউনিয়নের একটি পরিবারকে দায়িত্ব দেয়া হয়েছে যার সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
একই সঙ্গে বুদ্ধিপ্রতিবন্ধি মা ও নবজাতক কন্যা শিশুটির দায়িত্বভার গ্রহণ করেন। এছাড়া মা ও শিশুটির জন্য স্থায়ী বসবাসের জন্য ঘর নির্মাণ করে দেয়া হবে। তিনি আরও জানান, স্বাধীনতার মাসে জন্ম নেয়া নবজাতক শিশুটির নাম রাখা হয়েছে ‘মুক্তি’।
বাংলা৭১নিউজ/জেএস