বাংলা৭১নিউজ, ঢাকা: রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, সমাজে মূল্যবোধ ও শান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের আদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
রাষ্ট্রপতি বলেন, মহান বুদ্ধ তার সারাটি জীবন একটি স্নেহময়ী ও শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠায় সমতা ও মৈত্রীর বাণী প্রচার করেছেন। বুদ্ধের অহিংস বাণীর আবেদন এখনো সমাজে রয়েছে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বৌদ্ধ সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ শনিবার বিকেলে বঙ্গভবনে বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সমাজে মূল্যবোধের অবক্ষয় রোধ এবং শান্তি প্রতিষ্ঠায় মহান বুদ্ধের আদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, বাংলাদেশ সাম্পদায়িক সম্প্রীতির দেশ এবং দেশের সকল ধর্মের লোক নিজ নিজ ধর্ম পালন করছেন।
তিনি বলেন, এটি আমাদের উজ্জ্বল ঐতিহ্য। আমি মনে করি, বৌদ্ধ সম্প্রদায়ের লোকেরা এই ঐতিহ্য বজায় রেখে এবং মহান বুদ্ধের আদর্শ অনুসরন করে দেশের উন্নয়নে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, বৌদ্ধ ধর্মের নেতৃবৃন্দ, শ্রীলংকা ও মিয়ানমারসহ বৌদ্ধ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগন,বিভিন্ন আর্ন্তজাতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং বৌদ্ধ সম্প্রদায়ের পেশাজীবীগণ যোগ দেন।
রাষ্ট্রপতি এবং তাঁর পত্নী রাশিদা খানম অতিথিদের অর্ভথনা জানান এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এম