বাংলা৭১নিউজ, নেত্রকোনা প্রতিনিধি: বিয়ের এক সপ্তাহের মাথায় মোছাঃ হালিমা (২০) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার স্বামীর পরিবার ও তার স্বজনদের দাবি, ওই নববধূ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। অন্যদিকে তার বাবার বাড়ির স্বজনদের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে জেলার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গাভাউতা গ্রামে হালিমার স্বামী বিল্লাল মিয়ার (২৮) বাড়িতে।
দূর্গাপুর থানা পুলিশ শনিবার সকালে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
হালিমার বাবা পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের আন্ধা গ্রামের হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, গত ১৬ মার্চ হালিমা ও বিল্লালের বিয়ে হয়। বিয়ের সময় বিল্লালকে ১ লাখ ৪০ হাজার টাকা যৌতুক বাবদ দেয়া হয়। তাকে আরও কিছু টাকা দেয়ার কথা ছিল। যৌতুকের ওই টাকার কারণেই বিল্লাল তার মেয়েকে হত্যা করে ‘আত্মহত্যা’ বলে প্রচার করছে। অন্যদিকে বিল্লালের পরিবারের লোকজন দুর্গাপুর থানা পুলিশকে বলেছে, হালিমা গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আঁড়ায় ঝুলে আত্মহত্যা করেছে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ বলেন, ঘটনাটি হত্যা না আত্মহত্যা ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলেই প্রকৃত রহস্য বেড়িয়ে আসবে। ঘটনার পর থেকেই বিল্লাল ও তার পরিবারের লোকজন গাঁ ঢাকা দিয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস