শনিবার, ১৮ মে ২০২৪, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বর্ণের দাম আরও বাড়ল এবার পোশাকে নায়িকাদের নাম ফুটিয়ে হাজির ভাবনা সোনালী আঁশের সুদিন ফিরিয়ে আনতে চাই: পাটমন্ত্রী অনিয়ম এড়াতে মোবাইল অ্যাপে চাল বিক্রি ৩০ দিনের মধ্যে শহীদ আনোয়ারা উদ্যান ফেরতের দাবি মাগুরায় রেলপথ শিগগিরই চালু হবে : রেলমন্ত্রী যিনি দেশ বিক্রি করতে চেয়েছিল আপনি তো ওনারই সন্তান হেফাজত নেতা মামুনুল হক ডিবিতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত: আইজিপি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে স্কুলসামগ্রী বিতরণ শাহ্জালাল ইসলামী ব্যাংকের জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ: ইসি হাবিব ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা নেই বেনাপোল-পেট্রাপোল দিয়ে ভারত ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা ঢাবিতে বিষমুক্ত ফল নিশ্চিতের দাবিতে মানববন্ধন গোপালগঞ্জের সেপটিক ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে ২ শ্রমিক নিহত দিল্লির তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে ভোট বর্জনই বিএনপির আন্দোলন: এ্যানি আফগানিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু

বিয়ে করলেন মাহিয়া মাহি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ২৪ মে, ২০১৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: দেশীয় চলচ্চিত্রের এই সময়ের অন্যতম শীর্ষ নায়িকা মাহিয়া মাহি বিয়ে করেছেন। পাত্র সিলেটের কদমতলীর সন্তান মাহমুদ পারভেজ অপু। তিনি পেশায় একজন ব্যবসায়ী। চার বছর যাবৎ তাদের মধ্যে পরিচয় থাকলেও উভয় পরিবারের আগ্রহে মাহি এবং অপুর বিয়ে হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় মাহির নিজ বাসায় অপুর সঙ্গে তার কাবিন সম্পন্ন হয়। এতে উভয় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারও আগে গত ১২ই মে সম্পন্ন হয় মাহিয়া মাহি ও অপুর বাগদান।

নিজের বিয়ে প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, আল্লাহর অশেষ রহমতে খুব ভালো মনের একজন মানুষকে স্বামী হিসেবে পেয়েছি। অপু গ্রামের সহজ সরল সাধারণ একজন মানুষ। এমন একজন মানুষই আমার জীবনে পাশে চেয়েছিলাম। আল্লাহ আমার সেই ইচ্ছা পূরণ করেছেন। আমি চলচ্চিত্রকে ভালোবাসি, পাশাপাশি সংসার জীবনটাও নিজের মতো উপভোগ করতে চাই। তাই সবার কাছে দোয়া চাই যেন আমরা সুখে থাকতে পারি, ভালো থাকতে পারি।

মাহিয়া মাহি জানান, আসছে ২৪শে জুলাই সিলেটে ওয়ালিমা (বৌ-ভাত) সম্পন্ন হবে। তাহলে কী চলচ্চিত্রে অভিনয় করা ছেড়ে দিবেন-এমন প্রশ্নের জবাবে মাহিয়া মাহি বলেন, চলচ্চিত্র আমার ভালোবাসা, ভালো লাগার জায়গা। যেহেতু বিয়ের পর আমি সিলেটেই থাকবো, তাই বছরে দু-একটি চলচ্চিত্রে কাজ করবো। এর বেশি না। কারণ, আমি আমার বর্তমান জীবনটাকে প্রাধান্য দিতে চাচ্ছি।

২০১২ সালের ৫ই অক্টোবর আবদুল্লাহ জহির বাবুর গল্পে শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রং’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দেশীয় চলচ্চিত্রে মাহিয়া মাহির অভিষেক ঘটে। এরপর ২০১৩ সালে তার অভিনীত শাহীন সুমন পরিচালিত ‘অন্যরকম ভালোবাসা’, জাকির হোসেন রাজুর ‘পোড়ামন’, পিএ কাজলের ‘ভালোবাসা আজকাল’, মনতাজুর রহমান আকবরের ‘তবুও ভালোবাসি’, ওয়াজেদ আলী সুমনের ‘কী দারুণ দেখতে’, ইফতেখার চৌধুরীর ‘অগ্নি’, ২০১৪ সালে জাকির হোসেন রাজুর ‘দবির সাহেবের সংসার’,

‘অনেক সাধের ময়না’, সাফিউদ্দিন সাফির ‘হানিমুন’, সৈকত নাসিরের ‘দেশা দ্য লিডার’, আবদুল আজিজের ‘রোমিও বনাম জুলিয়েট’, সাফিউদ্দিন সাফির ‘বিগ ব্রাদার’, ২০১৫ সালে সাফিউদ্দিন সাফির ‘ওয়ার্নিং’, ইফতেখার চৌধুরীর ‘অগ্নি-টু’ এবং ২০১৬ সালে মেহের আফরোজ শাওনের ‘কৃষ্ণপক্ষ’ ও জাকির হোসেন রাজুর ‘অনেক দামে কেনা’ ছবিগুলো মুক্তি পায়।

তার অভিনীত নির্মাণ চলতি চলচ্চিত্র হচ্ছে দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’। চলতি মাসের শেষপ্রান্তেই শুটিং শুরু হওয়ার কথা বদিউল আলম খোকনের ‘হারজিৎ’ চলচ্চিত্রের। এতে তার বিপরীতে আছেন সজল। বিভিন্ন চলচ্চিত্রে তিনি চিত্রনায়ক বাপ্পী সাহা রায়, সাইমন সাদিক, শাকিব খান, রিয়াজ, ফেরদৌস, আরিফিন শুভ, শিপন মিত্রের বিপরীতে অভিনয় করেন।

এদিকে মাহি সম্প্রতি ইউরোকোলা পানীয় কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। এরই মধ্যে ভারতে এ পণ্যের জন্য একটি বিজ্ঞাপনচিত্রেরও কাজ করেছেন তিনি। বিজ্ঞাপনচিত্রটি তৈরি করেছেন সিদ্ধার্থ। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন কলকাতার মডেল দীপক। এছাড়াও তিনি সম্প্রতি ওয়ালটন ফ্রিজের বিজ্ঞাপনচিত্রেও মডেল হয়েছেন।

বাংলা৭১নিউজ/আর

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com