মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
২ লাখ ৩৮ হাজার বেকারের কর্মসংস্থান করবে বেজা খালেদা জিয়াকে বার্তা পাঠিয়ে যা বললেন জিএম কাদের ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন এলএনজি ও চাল আমদানি, ব্যয় ১০২৭ কোটি ৮০ লাখ টাকা নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদক বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বিমসটেক সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ প্রথমবারের মতো দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা কবে নাগাদ সব শিক্ষার্থী পাঠ্যবই পাবে জানি না: শিক্ষা উপদেষ্টা ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করলেন প্রধান বিচারপতি পুলিশে চাকরি পাচ্ছেন জুলাই বিপ্লবে আহত ১০০ জন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় শুনানি মুলতবি সচিবালয়ের গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ পাঁচ মাসে আর্থিক স্থিতিশীলতায় খুব বেশি খুশি নয় বাংলাদেশ ব্যাংক জুলাই অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাণে ৮ পরিচালক নির্বাচিত রংপুরের বিপক্ষে এবার ঢাকা অলআউট ১১১ রানে শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে নিহত বেড়ে ৯৫ স্ত্রী-ছেলেসহ নাফিজ সরাফতের বাড়ি, জমি ও ১৮ ফ্ল্যাট ক্রোকের আদেশ ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত জুলাই অভ্যুত্থানে আহত ১০০ জনের কর্মসংস্থানের প্রস্তাব

বিড়ল রোগে আক্রান্ত স্বপ্না বাঁচতে চায়

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ১ মে, ২০১৮
  • ৫৩৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,বাগেরহাট প্রতিনিধি: স্বপ্না রানী (৮) বাগেরহাট জেলার শণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের দিন মজুর সমীর চন্দ্র হালদারের অতি আদরের কন্যা। কিছুদিন পূর্বেও সে তার সহপাঠী বন্ধুদের সাথে একই এলাকার ৯২ নং উত্তর তাফালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পড়াশুনা করতো। ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী সে। তার স্বপ্ন ছিল লেখা পড়া শিখে বড় হয়ে দিন মজুর পিতার অভাব দুর করবে।

কিন্তু মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হওয়ায় স্বপ্নার বন্ধুরা এখন তার সাথে এক কক্ষে পড়া লেখা করতে আগ্রহী নন। এছাড়াও সহপাঠীদের অভিভাবকদের কাছেও যেন ঘৃণার পাত্র হয়ে উঠেছে স্বপ্না। যার ফলে ইতোমধ্যে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে তার। এখন পূর্বের ন্যায় কেউ তাকে ভালোও বাসছেনা। ইচ্ছা করলেও  কারো খেলার সাথী হতে পারছেনা স্বপ্না। মা, বাবা ও ঠাকুমার (দাদী) কাছে কিছুটা পেলেও সহপাঠী বন্ধু-বান্ধব ও পাড়া প্রতিবেশিদের ভালোবাসা কিছু জুটছেনা তার কপালে। যতই দিন যাচ্ছে ততই সংকোচিত হয়ে পড়ছে স্বপ্নার পৃথিবী। তবে, মরণ ব্যাধি ক্যান্সারের কাছে সহজেই হার মানতে চান না স্বপ্না। সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে চায় সে। আবারও স্কুলে গিয়ে পড়া লেখা শিখে বড় হয়ে দুঃখ গোচাতে চান দিন মজুর পিতার। তবে, স্বপ্নার স্বপ্ন পূরণে প্রয়োজন অনেক অর্থের। কিন্তু হতদরিদ্র পিতার পক্ষে তা জোগাড় করা আদৌ সম্ভব নয়।

স্বপ্নার পিতা সমীর হালদার বলেন, জন্মের ২ বছর পর তাঁর মেয়ের মুখের মধ্যে জিহ্বায় একটি টিউমার দেখা দেয়। কয়েক দফা প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ২০১১ সালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তাকে। সেখানকার তৎকালীন ডাক্তার কামরুল ইসলামের তত্ত্বাবধায়নে বহু টাকা খরচ করে অপারেশন শেষে ৪৩ দিন পর কিছুটা সুস্থ্য হয়ে বাড়িতে ফিরে আসেন। কিছুদিন পর আবারও সমস্যা দেখা দেয়। স্থানীয়ভাবে পুনরায় সাধ্যানুযায়ী চিকিৎসা করান। অর্থনৈতিক দৈন্যতার কারণে তাকে আর উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি। এরপর থেকে ধীরে ধীরে অসুস্থতা বৃদ্ধি পেয়ে এক পর্যায় জিহ্বাটি মুখের বাহিরে বের হয়ে যায়। তিনি ও তাঁর স্ত্রী দিপু রানী অন্যের বাড়িতে দিন মজুরের কাজ করে কোন মতে পরিবারের ৭ সদস্যের খরচ জোগান। এতেই তাদের অনেক কষ্ট হয়। তারপর আবার মেয়ের ব্যয়বহুল চিকিৎসার স্বপ্ন দেখবেন কি করে। এছাড়া চিকিৎসকরা বলেছেন, স্বপ্নাকে সুস্থ করতে হলে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যেতে হবে। তার জন্য প্রয়োজন ৭/৮ লাখ টাকা। যা দিনমজুর পিতা সমীরের পক্ষে জোগাড় অসম্ভব। এখন ঠাকুরই (আল্লাহ) একমাত্র ভরসা।

স্বপ্না বলে, খাবার খেতে ও ঘুমাতে তাঁর খুব কষ্ট হয়। আগের মতো কেউ এখন আর তাকে সহ্য করেনা। পাড়া প্রতিবেশিরা তাদের ছেলে-মেয়েদের সাথে মিশতে কিংবা খেলাধুলা করতে দেয়না। দেখলেই বলে তুই (স্বপ্না) আমাদের বাড়ি ঘরে আসবি না। আমি সুস্থ হয়ে স্কুলে গিয়ে আবার পড়া লেখা করতে চাই।

সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান মিলন বলেন, সম্প্রতি অসুস্থ স্বপ্নাকে দেখতে দিন মজুর সমীরের বাড়িতে যাই। স্বপ্নার স্বপ্ন পূরণের জন্য তিনি ব্যক্তিগত ভাবে সাহায্য করবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী সহ সমাজের দানশীল, বিত্তবান ও স্বহৃদয়বান ব্যক্তিদের স্বপ্নার চিকিৎসার উদ্যোগ নেয়ার জন্য সহযোগিতার হাত বাড়ানোর আহবান জানান।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অসীম কুমার সমাদ্দার জানান, স্বপ্নার জিব্বা ক্যান্সারে আক্রান্ত, উন্নত চিকিৎসা করালে তাকে স্বাভাবিক জীবনে ফেরানো সম্ভব।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com