বাংলা৭১নিউজ,(পঞ্চগড়)প্রতিনিধি: পঞ্চগড়ে বিস্কুটের লোভ দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার বিকেলে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রোববার রাতেই সদর থানায় আশরাফুল ইসলাম (২৩) নামের এক যুবকের বিরুদ্ধে একটি মামলা করেছেন।
অভিযুক্ত আশরাফুল ওই ইউনিয়নের হটরাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি এক সন্তানের জনক।
জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত আশরাফুলের বাবা রফিকুল ইসলাম ও ছোট ভাই নাইমুরকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও শিশুটির মা জানায়, রোববার বিকেলে বাড়ির পাশে খেলা করছিল শিশুটি। এ সময় আশরাফুল তাকে বিস্কুট কিনে দেয়ার লোভ দেখিয়ে বাড়ির পাশের এক বাঁশ ঝাড়ে নিয়ে ধর্ষণ করে। এতে শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হলে আশরাফুল পালিয়ে যায়। শিশুটি কোনমতে বাড়ি ফিরে তার মাকে বিষয়টি জানায়। পরে তাকে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আধুনিক সদর হাসপাতালের সহকারী সার্জন ডা. উম্মে হোমায়রা বলেন, শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে আমরা ধর্ষণের আলামত পেয়েছি। শিশুটির প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর থানার ওসি (তদন্ত) জামাল হোসেন জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে অভিযুক্ত আশরাফুলকে আসামি করে একটি মামলা করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তের বাবা ও ছোট ভাইকে আটক করা হয়েছে। অভিযুক্ত আশরাফুলকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বাংলা৭১নিউজ/বিআর