বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার এক ব্যক্তি টাঙ্গাইলে সড়কের পাশে পড়ে ছিল মাংস ব্যবসায়ীর মরদেহ খোলা বাজারে খাদ্যশস্য বিক্রির নীতিমালা জারি রতন টাটা মারা গেছেন নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ড. ইউনূসের ‘রিসেট বাটন’, ব্যাখ্যা দিলো প্রধান উপদেষ্টার দপ্তর টানা চারদিনের ছুটি শুরু দুর্গোৎসবের মহাসপ্তমী আজ দুর্গাপূজা উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় রোববার ফ্লোরিডায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মিল্টন, ২০ লাখ পরিবার বিদ্যুৎহীন ব্যাংক বন্ধ আজ একদিনে আরও ৬৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে দুই পরিবারের ৮ জন নিহত বিএনপির ত্রাণ তহবিলে ২ লাখ টাকা দিলেন খালেদা জিয়া নিবন্ধন প্রথা বাতিল, সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব চায় জামায়াত তরুণদের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নের আহ্বান আসিফ মাহমুদের রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী পিএসসির নতুন চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেম সা‌বেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে দুদ‌কের ৫ মামলা শেখ হাসিনা প্রসঙ্গে যা বললো মার্কিন পররাষ্ট্র দপ্তর

বিশ্বে করোনা শনাক্ত ৪১ কোটি ছাড়ালো

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯ বার পড়া হয়েছে

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা ৪১ কোটি ছাড়িয়েছে। অপরদিকে ৫৮ লাখ ছাড়িয়েছে মৃতের সংখ্যা।

সবশেষ গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ লাখ ৫২ হাজার ২৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সংখ্যা আগের দিনের তুলনায় কম। অর্থাৎ একদিনে নতুন করে কমেছে করোনা শনাক্ত।

এছাড়া গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন ৭ হাজার ৭১৮ জন। এনিয়ে মৃত্যু বেড়ে হয়েছে ৫৮ লাখ ২৮ হাজার ৫৩১ জনে। আর এখন পর্যন্ত ৪১ কোটি ৬ লাখ ৭৪ হাজার ৫৫৬ জনে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩৩ কোটি ৭ লাখ ৮৩ হাজার ২৫৩ জন সুস্থ হয়ে উঠেছেন।

রোববার (১৩ ফেব্রুয়ারি) করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

এর আগে শনিবার (১২ ফেব্রুয়ারি) ওয়ার্ল্ডোমিটারস তথ্য দিয়েছিল, তখন করোনা সংক্রমিত হয়েছিল ২৪ লাখ ১৮ হাজার ৯৮৩ জনে। আর ১০ হাজার ৮৬২ জন মারা গিয়েছিলেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৩ হাজার ৭৬৬ জনে। আর মারা গেছেন ৭২৯ জন।

এছাড়া দৈনিক শনাক্তের দিক দিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি। দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৫১ হাজার ৮৭১ জনে। আর মৃত্যু হয়েছে ১২২ জনের।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল। তবে করোনা শনাক্তের দিক দিয়ে লাতিন আমেরিকার এই দেশটি তৃতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৯২ জন এবং নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৩৪ হাজার ২২৮ জনে।

অন্যদিকে, দৈনিক মৃত্যুর হিসাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে মারা গেছেন ৮৭৩ জন। আর নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৯ হাজার ৫৭৬ জনে। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত হয়েছে ৭ কোটি ৯২ লাখ ৯৩ হাজার ৯২৪ জনে। আর মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৪২ হাজার ৯৪৪ জনের।

এদিকে প্রতিবেশী দেশ ভারতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত চার কোটি ২৫ লাখ ৮৪ হাজার ৬১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন পাঁচ লাখ আট হাজার ১২ জন। করোনায় মোট শনাক্তের দিক দিয়ে তালিকায় বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়।

এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৯১ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ২৩ জনে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের সংখ্যা হলো ১৯ লাখ ৪ হাজার ৮২৬ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বাংলা৭১নিউজ/এসএফ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com