শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে পলাতক আ.লীগ নেতা আনোয়ারুজ্জামানের সাক্ষাৎ আ.লীগের নিবন্ধন থাকবে কিনা ‘সময় বলে দেবে’: সিইসি ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ রোহিঙ্গা ফেনীতে আটক কিছুটা নিয়ন্ত্রণে পাঁচদিন ধরে চলা লস অ্যাঞ্জেলেসের দাবানল পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি করছে ৫ টিম সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় টাকা পাচার বন্ধ হয়েছে : গভর্নর হামলাকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন সংস্কৃতি উপদেষ্টা চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে দুটি নতুন ট্রেন লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটলো মার্কিন যুদ্ধজাহাজ অন্তর্বর্তীকালীন দা‌য়িত্ব পালনে ঢাকায় ট্র্যাসি জ্যাকবসন শ্রম আইনে পরিচালনার নির্দেশ প্রধান উপদেষ্টার কমিটি নিয়ে দ্বন্দ্ব, বৈষম্যবিরোধী ছাত্রদের দু’পক্ষের হাতাহাতি পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে মায়ের জন্য বাসায় রান্না করা খাবার নিয়ে গেলেন তারেক রহমান বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র লেবানন-ইয়েমেনে ইসরায়েলের হামলা, গাজায় নিহত আরও ২১ সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

বিশ্বে আরও ১৪১৩ মৃত্যু, ৪ লাখ ৮৬ হাজার শনাক্ত

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫ বার পড়া হয়েছে

বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে। এসময়ে ১ হাজার ৪১৩ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৮৬ হাজার ৩২ জন। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে ৬৫ লাখ ৬ হাজার ৮৯৫ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬১ কোটি ১২ লাখ ৩১ হাজার ৩৭ জনে।

একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৭ লাখ ৫৩ হাজার ৫৮৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৮ কোটি ৮৭ লাখ ২৭ হাজার ৭৬০ জন।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। এসময়ে দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া।

jagonews24

জাপানে একদিনে ২৩৯ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৮৪ হাজার ২৯৫ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ১ কোটি ৯৫ লাখ ৩৪ হাজার ৫১৭ জন আর মারা গেছেন ৪১ হাজার ২৯৩ জন।

দক্ষিণ কোরিয়ায় ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৯৯ হাজার ৭৩৭ জন আর মারা গেছেন ৪৪ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ৩৭ লাখ ৬ হাজার ৪৭৭ জন আর মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ১৯৩ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে একদিনে ১৪৯ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ২৭ হাজার ৬৫৭ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৯ কোটি ৬৭ লাখ ১৬ হাজার ৫৭৩ জন আর মৃত্যু হয়েছে ১০ লাখ ৭৩ হাজার ২৯৫ জনের।

বৈশ্বিক শনাক্তের তালিকার তৃতীয় অবস্থানে থাকা ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ৬০ জনের মৃত্যু ও ২৬ হাজার ৯১৮ জন সংক্রমিত হয়েছেন। এসময়ে শনাক্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ২৭৯ জন।

jagonews24

বৈশ্বিক শনাক্তের তালিকার চতুর্থ ও মৃত্যুতে তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে একদিনে ১৪৩ জনের মৃত্যু ও শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৪৪৪ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৪৫ লাখ ৩৮ হাজার ৮৮২ জন আর মারা গেছেন ৬ লাখ ৮৪ হাজার ৬৪৬ জন।

রাশিয়ায় একদিনে মারা গেছেন ৯৫ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৫০০ জন। ইতালিতে এসময়ে ৮০ জনের মৃত্যু ও সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৮৪৮ জন।

এছাড়া বিশ্বের অন্যান্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মারা গেছেন ৭৫ জন এবং সংক্রমিত হয়েছেন ৯ হাজার ২৯৩ জন; স্পেনে ২৯ জনের মৃত্যু এবং শনাক্ত ১ হাজার ৬৭৫ জন; ইন্দোনেশিয়ায় ২৮ জনের মৃত্যু এবং শনাক্ত ৩ হাজার ৬০৭ জন; ইরানে ২৯ জনের মৃত্যু এবং শনাক্ত ১ হাজার ৯০ জন; থাইল্যান্ডে ২২ জনের মৃত্যু এবং শনাক্ত ১ হাজার ৬২ জন; ইসরায়েলে ২৩ জনের মৃত্যু এবং শনাক্ত ৯৮৪ জন; ফিলিপাইনে ৫৬ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন ১ হাজার ৩২৬ জন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com