শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার কাজ করছে তামিমের অবসর : যা বলছেন মুশফিক-রিয়াদ-শান্তরা মেঘনায় দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৩ এ কে আজাদ শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হবিগঞ্জে বাস চাপায় তিন নারী শ্রমিক নিহত ‘গণমানুষের ক্যান্সার হাসপাতাল’ তৈরিতে তহবিল সংগ্রহ শুরু যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি বাস্তবায়নে ‘কাছাকাছি অবস্থানে’ হামাস-ইসরাইল বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে পলাতক আ.লীগ নেতা আনোয়ারুজ্জামানের সাক্ষাৎ আ.লীগের নিবন্ধন থাকবে কিনা ‘সময় বলে দেবে’: সিইসি ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ রোহিঙ্গা ফেনীতে আটক কিছুটা নিয়ন্ত্রণে পাঁচদিন ধরে চলা লস অ্যাঞ্জেলেসের দাবানল পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি করছে ৫ টিম সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় টাকা পাচার বন্ধ হয়েছে : গভর্নর হামলাকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন সংস্কৃতি উপদেষ্টা চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে দুটি নতুন ট্রেন লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটলো মার্কিন যুদ্ধজাহাজ অন্তর্বর্তীকালীন দা‌য়িত্ব পালনে ঢাকায় ট্র্যাসি জ্যাকবসন শ্রম আইনে পরিচালনার নির্দেশ প্রধান উপদেষ্টার কমিটি নিয়ে দ্বন্দ্ব, বৈষম্যবিরোধী ছাত্রদের দু’পক্ষের হাতাহাতি পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে

বিশ্বে আরও সোয়া ৫ লাখ শনাক্ত, ১২১৬ জনের মৃত্যু

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৩৬ বার পড়া হয়েছে

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ও সংক্রমণ দুটোই কমেছে। এ সময়ে করোনায় এক হাজার ২১৬ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৫ লাখ ২৭ হাজার ৫৮০ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যু ৬৪ লাখ ৮৬ হাজার ৮৬৩ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬০ কোটি ৫৩ লাখ ২৮ হাজার ৭৬২ জনে।

আগের ২৪ ঘণ্টায় এক হাজার ৮৪০ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছিলেন ৬ লাখ ৭৬ হাজার ৪০০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৭ লাখ ৫২ হাজার ৮৯৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৭ কোটি ৩ লাখ ৫৮ হাজার ১৩৬ জন।

রোববার (২৮ আগস্ট) সকালে করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। পূর্ব এশিয়ার এ দেশটিতে একদিনে ৩২৫ জনের মৃত্যু ও সংক্রমিত হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৬২৮ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩৮ হাজার ৫২২ জনের এবং সংক্রমণ বেড়ে পৌঁছেছে ১ কোটি ৮১ লাখ ৮০ হাজার ৪২৫ জনে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ৮১ জনের মৃত্যু ও সংক্রমিত হয়েছেন ২১ হাজার ৯৮৬ জন। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু ১০ লাখ ৬৯ হাজার ১২৪ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৯ কোটি ৬০ লাখ ৩ হাজার ৪০৪ জনে।

রাশিয়ায় একদিনে ৯০ জনের মৃত্যু ও সংক্রমিত হয়েছেন ৪৭ হাজার ৯৩ জন। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু ৩ লাখ ৮৪ হাজার জন এবং শনাক্ত বেড়ে হয়েছে ১ কোটি ৯৩ লাখ ৫৯ হাজার ৬৬ জন।

দক্ষিণ কোরিয়ায় একদিনে ৮৬ জনের মৃত্যু এবং সংক্রমিত হয়েছেন ৯৫ হাজার ৫৩৮ জন। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু ২৬ হাজার ৪৯৯ জন এবং সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ২৮ লাখ ৯৮ হাজার ৫২৩ জনে।

ইতালিতে ২৪ ঘণ্টায় ৮০ জনের মৃত্যু ও সংক্রমিত হয়েছেন ২১ হাজার ৮০২ জন। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৩০৬ জনের এবং শনাক্ত বেড়ে হয়েছে ২ কোটি ১৭ লাখ ৮৮ হাজার ৮৬২ জন।

শনাক্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যার তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ৬৪ জনের মৃত্যু ও শনাক্ত হয়েছেন ১২ হাজার ৩৮৬ জন। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু ৬ লাখ ৮৩ হাজার ৫২৮ জন এবং শনাক্ত বেড়ে হয়েছে ৩ কোটি ৪৩ লাখ ৮১ হাজার ২৯৫ জন।

বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় অস্ট্রেলিয়ায় শনাক্ত ১১ হাজার ৩২৬ জন এবং মারা গেছেন ৮৬ জন; ইরানে শনাক্ত ৯৭৬ জন এবং মারা গেছেন ৩৭ জন; মেক্সিকোতে শনাক্ত ৬ হাজার ১৫১ জন এবং মারা গেছেন ৪৯ জন; তাইওয়ানে শনাক্ত ২৫ হাজার ৯০১ জন এবং মারা গেছেন ৪০ জন; পোলান্ডে শনাক্ত ৩ হাজার ৯৩৪ জন এবং মারা গেছেন ২৩ জন; থ্যাইল্যান্ডে শনাক্ত ১ হাজার ৬৩১ জন এবং মারা গেছেন ২৯ জন; চিলিতে শনাক্ত ৭ হাজার ৮০৯ জন এবং মারা গেছেন ২৯ জন; ফিলিপাইনে শনাক্ত ২ হাজার ৫৬৫ জন এবং মারা গেছেন ৫৪ জন; নিউজিল্যান্ডে শনাক্ত ২ হাজার ২৭১ জন এবং মারা গেছেন ৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। পরে ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com