বাংলা৭১নিউজ,ডেস্ক: বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপ কমার তেমন কোনো লক্ষণ নেই। বেড়েই চলছে আক্রান্ত ও মৃত্যু। ৪০ লাখ ছাড়িয়ে গেছে মোট আক্রান্তের সংখ্যা; আর মৃত্যু সংখ্যা ২ লাখ ৮০ হাজারের ঘর ছোঁয়ার অপেক্ষা।
করোনা নিয়ে যুক্তরাষ্ট্রের বাল্টিমোরভিত্তিক বিশ্ববিদ্যালয় জনস হপকিন্সের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শনিবার রাতে বিশ্বে আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে যায়। বর্তমানে আক্রান্ত ৪০ লাখ ২৩ হাজার।
একক দেশ হিসেবে আক্রান্তের তালিকায় আগে থেকেই শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৯ হাজার ছাড়িয়েছে, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশ।
তালিকায় যুক্তরাষ্ট্রের পরের স্থানেই রয়েছে স্পেন, ২ লাখ ২৩ হাজার। দুই লাখ ১৮ হাজার ছাড়ানো আক্রান্ত নিয়ে তৃতীয়স্থানে ইতালি। দু্ই হাজার কম আক্রান্ত নিয়ে চতুর্থস্থানে যুক্তরাজ্য।
পঞ্চমস্থানে আছে বর্তমানে করোনার হটস্পটে পরিণত হওয়া রাশিয়া। বিশ্বের বৃহত্তম দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ছাড়িয়েছে।
কভিড-১৯ এ মোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৩০০ ছাড়িয়েছে। এই তালিকায়ও একক দেশ হিসেবে শীর্ষে যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে মৃত্যু ৭৮ হাজার ছাড়িয়েছে।
এই তালিকায় যুক্তরাষ্ট্রের পরের স্থানেই রয়েছে যুক্তরাজ্য, ৩১ হাজার ৬০০ ছাড়িয়েছে। তিরিশ হাজার ছাড়ানো মৃত্যু নিয়ে তৃতীয়স্থানে ইতালি। স্পেন ২৬ হাজার ছাড়ানো মৃত্যু নিয়ে আছে চতুর্থস্থানে। অল্প ব্যবধানেই পঞ্চমম্থানে আছে ফ্রান্স।
এদিকে, দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারতে আক্রান্ত, মৃত্যু দুটোই বেড়েছে। আক্রান্ত ৬৩ হাজার ছুঁই ছুঁই। আর মৃত্যু ২,১০১ জন।
বাংলাদেশে শনিবার পর্যন্ত আক্রান্ত ১৩ হাজার ৭৭০ জন; এর মধ্যে মৃত্যু হয়েছে ২১৪ জনের।
বাংলা৭১নিউজ/এমকে