বাংলা৭১নিউজ,ডেস্ক: বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের শিকার ৯১.২ ভাগ নিরাপদরাধ মুসলিম। প্যারিস হামলার ৬ বছর পর ব্রাসেলসের ‘পলিটিক্যাল ক্রিয়েটিভ ফাউন্ডেশন’-এর রিপোর্টটি সৌদি আরবভিত্তিক সংবাদ মাধ্যম আল-আরাবিয়া প্রকাশ করেছে।
সারাবিশ্বে যত সন্ত্রাসবাদের ঘটনা ঘটে চলেছে তার ৯০ ভাগেরও বেশি ক্ষতির শিকার হন শুধু মুসলিমরা। গত সপ্তাহে প্রকাশিত ফরাসি রিপোর্টে দাবি করা হয়, এ সব হামলাগুলোর মধ্যে ৮৯.১ ভাগ সন্ত্রাসবাদের ঘটনা মুসলিম দেশসমূহেই ঘটানো হয়। আর এতে ক্ষতিগ্রস্তও হয় মুসলিমরা।
রিপোর্টে তথ্য মতে, গত ৪০ বছরে চরমপন্থী সন্ত্রাসীরা বিশ্বব্যাপী ৩৩ হাজার ৭৬৯টি হামলার ঘটনা ঘটিয়েছে। আর এ হামলাগুলো নিহত হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৯৬ জন। আর ১ লাখ ৫১ হাজার ৪৩১ জন মানুষ আহত হয়েছে।
প্যারিস হামলার ৬ বছর পূর্তিতে পলিটিক্যাল ক্রিয়েটিভ ফাউন্ডেশন এ রিপোর্ট প্রকাশ করে।
বাংলা৭১নিউজ/সি এইস