রবিবার, ১৯ মে ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বর্ণের দাম আরও বাড়ল এবার পোশাকে নায়িকাদের নাম ফুটিয়ে হাজির ভাবনা সোনালী আঁশের সুদিন ফিরিয়ে আনতে চাই: পাটমন্ত্রী অনিয়ম এড়াতে মোবাইল অ্যাপে চাল বিক্রি ৩০ দিনের মধ্যে শহীদ আনোয়ারা উদ্যান ফেরতের দাবি মাগুরায় রেলপথ শিগগিরই চালু হবে : রেলমন্ত্রী যিনি দেশ বিক্রি করতে চেয়েছিল আপনি তো ওনারই সন্তান হেফাজত নেতা মামুনুল হক ডিবিতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত: আইজিপি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে স্কুলসামগ্রী বিতরণ শাহ্জালাল ইসলামী ব্যাংকের জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ: ইসি হাবিব ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা নেই বেনাপোল-পেট্রাপোল দিয়ে ভারত ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা ঢাবিতে বিষমুক্ত ফল নিশ্চিতের দাবিতে মানববন্ধন গোপালগঞ্জের সেপটিক ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে ২ শ্রমিক নিহত দিল্লির তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে ভোট বর্জনই বিএনপির আন্দোলন: এ্যানি আফগানিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু

বিশ্বকাপের বাংলাদেশ দলে চমক যিনি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯
  • ৭০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: সব জল্পনা-কল্পনা শেষে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স রুমে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

এসময় তার পাশে বসা ছিলেন আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমন, বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান এবং বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

১৫ সদস্যের মধ্যে ১৩ জনেরই নাম অনুমেয় ছিল। সংশয় ছিল দুটি জায়গা নিয়ে। চোটাক্রান্ত তাসকিন আহমেদের দলে জায়গা পাওয়া নিয়ে সংশয় ছিল। শেষ পর্যন্ত তাই বাস্তবে দেখা গেল। তার পরিবর্তে পেস আক্রমণে সুযোগ পেয়েছেন আবু জায়েদ রাহী। স্কোয়াডে বড় চমক তিনিই।

এখন পর্যন্ত কোনো ওয়ানডে খেলেননি রাহী। অভিষেকের অপেক্ষার প্রহর গুনছেন। পঞ্চম পেসার হিসেবে দলে সুযোগ পেয়েছেন। অধিনায়ক মাশরাফি,মোহাম্মদ সাইফউদ্দিন,মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেনদের সঙ্গে আক্রমণ দাগাবেন তিনি।

নির্বাচকদের ভাষ্য, ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা আবু জায়েদকে ইংলিশ কন্ডিশন বিবেচনায় অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়া ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমার সে। বলে একটু গতি কম হলেও উইকেটের দুই দিকে সু্ইং করাতে পারে। তাসকিনের ফিটনেস নিয়ে সমস্যা আছে। তাই তাকে দলে নেয়া।

এদিকে আরেকটি স্থানে দলে ডাক পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ব্যাটিংয়ে মিডলঅর্ডারের জন্য বিবেচিত হয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে নারী বিতর্কে জড়ালেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমার তিনি। চলমান ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল)দুর্দান্ত খেলছেন।

বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন জাতীয় দলের আসা-যাওয়ার মধ্যে থাকা ইমরুল কায়েস। বরাবরের মতো এবারো উপেক্ষিত হলেন তিনি। তবে ধারাবাহিক পারফরম না করেও ঠিকই ঠাঁই পেয়েছেন সৌম্য সরকার। স্থান পেয়েছেন ছন্দ খুঁজে ফেরা সাব্বির রহমানও।

এদিকে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। বিশ্বকাপের ১৫ জনই রয়েছে এই দলে। সঙ্গে বাড়তি দুজন যোগ হয়েছেন। তারা হলেন-ইয়াসির আলি রাব্বি ও নাইম হাসান।

বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন ও আবু জায়েদ রাহী।

স্ট্যান্ডবাই: ইয়াসির আলি রাব্বি ও নাইম হাসান।

বাংলা৭১নিউজ/এস.বি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com