বুধবার, ২৯ মে ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হঠাৎ বন্যার ঝুঁকিতে যে ৬ জেলা সীমার চেয়ে ৩০ গুণ বেশি ইউরেনিয়াম মজুত করেছে ইরান সম্পর্ক পরবর্তী স্তরে উন্নীত করতে চায় বাংলাদেশ-নেদারল্যান্ডস পাকিস্তানে তাপমাত্রা ছাড়ালো ৫২ ডিগ্রি সেলসিয়াস সাবেক আইজিপি বেনজীরকে দুদকে তলব ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট ২ জুন থেকে ইন্টারন্যাশনাল টেলি অ্যাওয়ার্ড জিতল সিসিমপুর ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো স্পেন শিশু ধর্ষণ মামলায় যুবককে আমৃত্যু কারাদণ্ড বাংলাদেশে ব্যবসা করতে চায় অ্যামাজন-বোয়িংয়ের মতো অনেক প্রতিষ্ঠান অবৈধ বিদেশিদের বিষয়ে তদন্ত করতে আইজিপিকে নির্দেশ হাইকোর্টের বাঘাইছড়িতে পাহাড় ধস, নিম্নাঞ্চল প্লাবিত ঝড়ে ভেঙে পড়া গাছ সরাতে গিয়ে প্রাণ গেলো ইউপি সদস্যের মেঘনার তীররক্ষা বাঁধে ধস, মেরামতে নৌপুলিশ দেহাংশ খুঁজতে ভাঙা হবে সঞ্জীবা গার্ডেনসের স্যুয়ারেজ লাইন আজিজ-বেনজীর ইস্যুতে সরকার বিব্রত নয়: কাদের ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের দমন করবেন ট্রাম্প ১১ প্রকল্প অনুমোদন কর্ণফুলীতে হবে তীর সংরক্ষণ, নওগাঁয় আধুনিক সাইলো ‘১০ বছ‌রে ১৮১ সরকা‌রি কর্মকর্তার শা‌স্তি, ১৭০ জনকে অব্যাহতি’ রাষ্ট্রপতির কাছে তিন অনাবাসিক রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

বিশ্বকাপ দলে ১৩ জন চূড়ান্ত, বাকি দুই স্থানে লড়ছেন ৭ জন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯
  • ৬৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০১৯। মঙ্গলবার এজন্য স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্বপ্নের বিশ্বমঞ্চে পারফরম করতে কারা ইংল্যান্ডের বিমান ধরছেন তা জানা যাবে দুপুর সাড়ে ১২টায়। ওই সময় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৫ সদস্যের চূড়ান্ত দল দেবেন নির্বাচকেরা।

ইতিমধ্যে জানা গেছে, স্কোয়াডের ১৩ জন চূড়ান্ত হয়ে গেছেন। তারা হলেন- মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোহাম্মদ মিঠুন।

তারা সবাই নিউজিল্যান্ড সফরের দলে ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষিত বলে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তাদের কারো পারফরম্যান্স খারাপ হলেও গুরুত্ব কমেনি টিম ম্যানেজমেন্টের কাছে। এদের অনেকের অবশ্য চোটাঘাত আছে। তবে কারোরই ইনজুরি স্কোয়াডের বাইরে থাকার মতো নয়।

তবে দুটি জায়গা নিয়ে সংশয় আছে। তা নিয়ে কাজ করছেন কোচ-নির্বাচকেরা। নির্ধারিত সময়েই তা পরিষ্কার হয়ে যাবে। এই দুই জায়গায় লড়ছেন সাতজন। ডানহাতি অফস্পিনার নাঈম হাসান, বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু ও স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন এবং পেসার তাসকিন আহমেদ, শফিউল ইসলাম ও আবু জায়েদ রাহি। একমাত্র ব্যাটসম্যান হিসেবে এ প্রতিযোগিতায় আছেন বিপিএল ও ডিপিএলে আলো ছড়ানো ইয়াসির আলি। এখন দেখার বিষয়, দুই স্থানে স্পিনার, পেসার না ব্যাটার অন্তর্ভুক্ত করে বিসিবি।

এদিন আয়ারল্যান্ডে তিনজাতি সিরিজের জন্যও দল ঘোষণা করবেন নির্বাচকেরা। বিশ্বকাপের দল ১৫ জনের হলেও আয়ারল্যান্ডের স্কোয়াড হবে ১৭ জনের। যারা ক্রিকেটের বৈশ্বিক আসরের দলে প্রাথমিকভাবে সুযোগ পাবেন না তারা সেই সফরের জন্য বিবেচিত হবেন-এটা প্রায় নিশ্চিত। অবশ্য বিশ্বকাপ দলে ঠাঁই করে নেয়ার সুযোগ থাকছে তাদেরও। আইরিশ দূর্গে ভালো করতে পারলে পরে সংযোজন-বিয়োজনের সময় জায়গা পেতে পারেন ওরা।

বাংলা৭১নিউজ/এস.বি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com