শনিবার, ১৮ মে ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, একজনের মৃত্যু নিজেদের ট্যাংক থেকে ছোড়া গোলার আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার এআই ভিডিওর ফাঁদে ভারতের রাজনীতি কোরবানির চাহিদার চেয়ে ২২,৭৭,৯৭৩ অতিরিক্ত গবাদিপশু প্রস্তুত কক্সবাজারের আদলে সাজবে পতেঙ্গা ছিনতাই হতে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করলেন ট্রাফিক পুলিশ সদস্য ‌‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়া হবে’ কেস খেলবা আসো, নিপুণকে ডিপজল পর্যটন খাতে তুরস্ককে বিনিয়োগের আহ্বান মন্ত্রীর গাজায় ১৫ হাজারের বেশি শিশু নিহত বিদেশি ঋণনির্ভর প্রকল্পের অগ্রগতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির মুনাফা বেড়েছে পাপুলের শ্যালিকা ও দুই কর কর্মকর্তার বিরু‌দ্ধে দুদকের মামলা ‘কাক পোশাকে’ কানের লাল গালিচায় ভাবনা ভোট বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৩ বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার ‘মাদক সম্রাজ্ঞী’ লাবনীসহ গ্রেপ্তার ৭ ‘ডো‌নাল্ড লু ঘুরে যাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে’ রূপপুর-মেট্রোরেলসহ ১০ প্রকল্পেই বরাদ্দ ৫২ হাজার কোটি

‘বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা এক ধরনের খেলায় পরিণত হয়েছে’

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ২ অক্টোবর, ২০১৬
  • ৮২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কথিত বন্দুকযুদ্ধের নামে নির্বিচারে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা যেন এখন আইন-শৃঙ্খলা বাহিনীর একধরনের খেলায় পরিণত হয়েছে।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন।

বিবৃতিতে তিনি গত শনিবার রাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সাভার পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি একটি নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন করার দাবি নিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যখন দেশের মানুষকে নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে তখন বর্তমান শাসকগোষ্ঠী বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘সরকার একদিকে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা, গুম, অপহরণ, মিথ্যা মামলা দায়ের, রিমান্ডের নামে নির্যাতন করছে পাশাপাশি বিরোধী দলের প্রধান নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে কারাগারে নিক্ষেপ করছে।’

তিনি আরো বলেন, দেশে বর্তমানে আইনের শাসন এবং জনগণের নিকট কোনো জবাবদিহিতা নেই বলেই গায়ের জোরে রাষ্ট্রীয় ক্ষমতা দখলকারীরা দেশকে বিরোধীদলশূন্য করার জন্য এবং চিরকাল ক্ষমতা আঁকড়ে রাখতে দলীয় সন্ত্রাসীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে নির্যাতন-নিপীড়ন ও হত্যাকাণ্ড অব্যাহত রেখেছে।’

মির্জা ফখরুল বলেন, সাভার পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম নয়ন সেই নির্মম খেলারই শিকার। এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানানোর ভাষা জানা নেই।

বিএনপি মহাসচিব বলেন, একটা গণতান্ত্রিক সরকার যখন দেশ পরিচালনায় ব্যর্থ হয় তখন নিজে থেকেই ক্ষমতার মসনদ ছেড়ে দেয় এবং এটাই গণতন্ত্রের মূল চেতনা। কিন্তু বর্তমান আওয়ামী সরকারের ব্যর্থতার দায়ভার এতটাই বেশি যে একদিকে ব্যর্থতা ঢাকতে অন্যদিকে চিরকাল ক্ষমতা আঁকড়ে থাকার লোভ তাদেরকে হিতাহিত জ্ঞানশূন্য করে ফেলেছে।

তিনি বলেন, দেশকে এক মৃত্যু উপত্যকায় পরিণত করা হয়েছে। সন্ত্রাসের অভয়ারণ্য হিসেবে বাংলাদেশ বিশ্বে পরিচিতি লাভ করেছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আইন শৃঙ্খলা-রক্ষাকারী বাহিনীর হাতে নিহত শাহ আলম নয়নের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসনত্মপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

তিনি শাহ আলম নয়নের হত্যাকারীদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত দাবি করে তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনার জোর দাবি জানান।

বাংলা৭১নিউজ/এন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com