সাম্প্রতিককালে ব্যক্তিগত জীবনের কারণে একাধিকবার চর্চায় উঠে এসেছেন আমেরিকার জনপ্রিয় মডেল জিজি হাদিদ। এবার বিমানবন্দরে গাঁজাসহ ধরা পড়েছেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন তার বন্ধু লিয়া নিকোল ম্যাকার্থিও।
সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকে অংশ নিয়েছিলেন জিজি। সেই উপলক্ষ্যেই ছিলেন ফ্রান্সে। সেখান থেকে ফেরার সময়ে ওয়েন রবার্টস আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পিপল ডটকম জানিয়েছে, গত ১০ জুলাই ২৮ বছর বয়সি জিজি হাদিদ এবং তার বান্ধবী ব্যক্তিগত একটি বিমানে ওয়েন রবার্টস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এসময় তাদের লাগেজ তল্লাশি করলে দুজনের ব্যাগেই গাঁজা ও তা সেবনের উপকরণ পান কাস্টম কর্মকর্তারা, পরে তাদের গ্রেফতার করা হয়।
দুদিন পুলিশি হেফাজতে রাখার পর ১২ জুলাই জিজি হাদিদ ও তার বান্ধবীকে কোর্টে তোলা হয়। গাঁজার পরিমাণ খুবই অল্প ছিল। এটা স্পষ্ট যে, ব্যক্তিগত ব্যবহারের জন্য গাঁজা সঙ্গে রেখেছিলেন তারা। পরে আদালত তাদের ১ হাজার মার্কিন ডলার জরিমানা করেন এবং জামিনে মুক্তি দেন।
বাংলা৭১নিউজ/এসএইচবি