বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় পাউবো’র কাজে দূর্নীতি: ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রতিমন্ত্রীর স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে গুলি, অবস্থা আশঙ্কাজনক টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার কিশোরীকে ধর্ষণের পর হত্যা, মৌলভীবাজারে দুজনের মৃত্যুদণ্ড রোহিঙ্গা ক্যাম্পে নাশকতা চালাতে পাহাড়ে আস্তানা গাড়েন আরসা সদস্যরা দুরারোগ্য রোগে আক্রান্তদের দ্রুত আর্থিক সহায়তা দেওয়ার সুপারিশ ২য় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৪৫৬ প্রার্থী ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, একদিনে কাড়লো ৩ প্রাণ খালে ময়লা ফেললে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে: মেয়র আতিক ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার সিদ্ধান্ত বিশ্বকাপ খেলতে রাতে দেশ ছাড়ছে বাংলাদেশ দল গাইবান্ধায় ধান কাটার সময় বজ্রপাতে দুইজনের মৃত্যু বাংলাদেশ ব্যাংকে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলন জাল জন্মনিবন্ধন তৈরি চক্রের দুই সদস্য গ্রেপ্তার কুড়িল বিশ্বরোডে পোশাক শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট দেশের ১৩ গুণীজনকে সম্মাননা প্রদানের উদ্যোগ রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে এক লাখ ৭০ হাজার টন সার কিনবে সরকার খুলনা বিভাগে বিদ্যুতের ২৫টি উপকেন্দ্র, ব্যয় হবে ৬০৮ কোটি টাকা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চায় যুক্তরাষ্ট্র আত্মসমালোচনা ছাড়া প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয়: ধর্মমন্ত্রী

বিক্ষোভের মুখে বন্ধ মনমোহনকে নিয়ে তৈরি সিনেমা, বিজিপিকে কটাক্ষ মমতার

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১২ জানুয়ারী, ২০১৯
  • ২২০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে তৈরি সিনেমা ‘দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু প্রতিক্রিয়া জানিয়েই ক্ষান্ত থাকেননি তিনি। শুক্রবার বারাসতে যাত্রা উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে বর্তমান প্রধানমন্ত্রীর নাম না করে তাঁর কটাক্ষ— আগামী দিনে আরেকটা সিনেমাও হতে পারে। তার নাম হবে ‘দি ডিজাস্টার্স প্রাইম মিনিস্টার’।

বারাসতের পর এদিন বাবুঘাটে গঙ্গাসাগর মেলার সূচনা অনুষ্ঠানে এই প্রসঙ্গ উত্থাপন করে মমতার তির্যক মন্তব্য, সিনেমার নামটা হতে পারে ‘দি কমিউনাল প্রাইম মিনিস্টার’ও। এদিনই মুক্তি পেয়েছে রাজনৈতিক মহলে বহুচর্চিত ‘দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ সিনেমাটি। ইতিমধ্যেই সিনেমাটি নিয়ে তীব্র নিন্দা ও প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তবে দল যে সিনেমাটির প্রদর্শন বন্ধের পক্ষে নয়, তাও জানানো হয়েছিল কংগ্রেসের তরফে।

এদিন মুক্তি পাওয়ার পরে শহরের হিন্দ এবং শিলিগুড়ির বিশ্বদীপ প্রেক্ষাগৃহে কংগ্রেস কর্মী-সমর্থকদের বিক্ষোভের জেরে প্রদর্শন বন্ধ হয়ে যায়। এই বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, মানুষই বিচার করবে এই সিনমার পিছনে কাদের ইন্ধন রয়েছে। তবে এই ধরনের এই বিক্ষোভ দল অনুমোদন করে না।

রাতেই ফের কোয়েস্ট মলের মাল্টিপ্লেক্সে ছবির প্রদর্শন চলাকালীন তাণ্ডব চালায় কংগ্রেস সমর্থকরা। ছিঁড়ে দেওয়া হয় প্রেক্ষাগৃহের পর্দা। জোর করে বের করে দেওয়া হয় দর্শকদের। পুলিস গিয়ে পরিস্থিতি সামলায়।

এদিন বারাসতের সভায় মমতার গলায় ছিল শ্লেষের সুর- অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার তো সবাই! একটা সিনেমা বানানো হয়েছে। মানেটা বুঝলাম না। কংগ্রেসের হয়ে সাফাই গাইছি না। ওদের সঙ্গে আমার তফাৎ আছে। কংগ্রেস ভেঙে বেরিয়ে এসে আলাদা দল করেছি, মানুষ আশীর্বাদ করেছে। মুখ্যমন্ত্রীর কথায়, তবুও বলব, যেটা করা হয়েছে, সেটাকে বিকৃত করা বলে। এটা অন্যায়।

আগামীদিনে যদি ডিজাস্টার্স প্রাইম মিনিস্টার বা কমিউনাল প্রাইম মিনিস্টার নামে সিনেমা হয়, কী হবে! যেমন দেখাবে, তেমন দেখবে। বাবুঘাটের অনুষ্ঠানে সাংবাদিকদের মমতা বলেন, ওই সিনেমায় সোনিয়াজি আর রাজীবজিকে অবমাননা করা হয়েছে। সন্ধ্যায় নবান্ন থেকে বের হওয়ার সময় তাঁর প্রতিক্রিয়া— এটা রাজনৈতিক অধঃপতন।

বাংলা৭১নিউজ/সূত্র:বর্তমান পত্রিকা অনলাইন/একে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com