বাংলা৭১নিউজ,ডেস্ক: আমন্ত্রণটা জানিয়েছিলেন জাস্টিন বিবারই। কানাডিয়ান পপসঙ্গীত তারকার আমন্ত্রণে তার বাড়িতে গিয়ে হাজির ব্রাজিলিয়ান ফুটবল সেনসেশন নেইমার।
তারকা ফুটবলার বলে কথা। যেখানেই যান না কেন, ফুটবলের একটু ক্যারিশমা না দেখালে হয়! তাই তো বিবারের বাড়ির পেছনের বাগানের খোলা জায়গায় দুজনেই ফুটবলে মেতে উঠলেন।
নেইমারের ফুটবলীয় দক্ষতায় রীতিমতো মুগ্ধ বিবার। পপ তারকাও কিন্তু কম যানেন না। নেইমারের সঙ্গে তিনিও পা, মাথা, কাঁধ দিয়ে ভালোই নৈপুণ্য প্রদর্শন করলেন। ৩০ সেকেন্ডেরও বেশি সময় ধরে বল শূন্যে ভাসিয়ে রাখেন দুজন।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটার ভিডিওটাও প্রকাশ করেছেন কানাডিয়ান পপ তারকা।
বাংলা৭১নিউজ/সি এইস