রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
টেকনাফে ৩৬ রোহিঙ্গার অনুপ্রবেশ, হেফাজতে নিয়েছে বিজিবি ৯ দফা দাবি আদায়ে চবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পেট্রোবাংলার চেয়ারম্যান পদে রেজানুর রহমানের যোগদান সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া : প্রধান উপদেষ্টা সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক স্ত্রীসহ তাপসের ৮০ কোটির সম্পদ, ৬১৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন সৌদিতে ১৯ হাজারেরও বেশি অভিবাসী গ্রেফতার শেখ রেহানার ছোট মেয়ে আজমিনাও ফ্ল্যাট উপহার নিয়ে বিতর্কে ইউরোপিয়ান ইউনির্ভাসিটির শিক্ষার্থী হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড জনগণের ঐক্য আরও সংহত করে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে: ড. কামাল অল্প সময়ের জন্য এসেছি, ফুটপ্রিন্ট রেখে যেতে চাই: সালেহউদ্দিন আহমেদ তারেক রহমানে দেশে ফিরতে অল্প কিছুদিন লাগবে: সালাহউদ্দিন কোস্টগার্ডকে দেখে পালানোর চেষ্টা, আটক ৩ ‘তালাক’ না দেওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে ভারতকে উড়িয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া সীমান্তে নতুন ভাসমান চৌকি বসিয়েছে ভারত ‘দেশ পুনর্গঠনে ভিডিপি সদস্যদের প্রকৃত স্বেচ্ছাসেবী হিসেবে গড়ে তুলতে হবে’ ১১ দিন পর খুলে দেওয়া হলো সচিবালয়ের আগুন লাগা ভবন প্রাথমিক শিক্ষার ২৬৩ কোটি টাকা ব্যয়ে দুর্নীতি : দুদকের অভিযান ভয়ঙ্কর ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, কয়েক রাজ্যে জরুরি অবস্থা

বিপ্লব নস্যাৎ করতে ষড়যন্ত্র থেমে নেই: মঞ্জুরুল ইসলাম

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪ বার পড়া হয়েছে

চব্বিশের বিপ্লব নস্যাৎ করতে ষড়যন্ত্র থেমে নেই বলে উল্লেখ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। তিনি প্রশাসনসহ বিভিন্ন মহলে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদদের খুঁজে বের করে গ্রেফতারের আহ্বান জানান।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীর্ঘ ১৩ বছর পর রাজধানীতে প্রকাশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সদস্য সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেছেন ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক ও জুলাই বিপ্লবের শহীদ আলী রায়হানের বাবা মোসলেম উদ্দিন।

উদ্বোধনী সেশনে আরও উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম ও শহীদ ফয়সাল আহমেদ শান্তর পরিবারের সদস্যরা।

 

দীর্ঘদিন গুমের শিকার নেতাকর্মীরাও তাদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরেন। গুম হওয়া পাঁচশো নেতাকর্মীর ৬ জন এখনও ফিরে আসেনি বলে জানান বক্তারা। তারা বলেন, বিগত সময়ে সর্বোচ্চ নির্যাতনের শিকার হবার পরও একটুও দমে যায়নি শিবিরের নেতাকর্মীরা। বরং চব্বিশের গণঅভ্যুত্থান সফল করতে অসংখ্য নেতাকর্মী শহীদ হবার পরও ঢাল হয়ে দাঁড়িয়ে ছিল রাজপথে।

সম্মেলনে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহ সভাপতি রাশেদ প্রধান বলেন, ছাত্রশিবিরকে বিভিন্ন ভাবে ট্যাগ লাগিয়ে হেনস্থা করা হত। অথচ তারা বন্যা হলে সবার আগে দৌঁড়ায়, মানুষের বিপদে ছুটে যায়, সায়ন্স ফেস্ট করে, বিপ্লবকে স্মরণ করে। ভারতীয় এজেন্টরা এর পিছনে কাজ করেছে বলে উল্লেখ করেন তিনি।

 

গণঅধিকার পরিষদের নেতা ফারুক হাসান বলেন, ভারত বাংলাদেশের স্বাধীনতা চায়নি। তারা চেয়েছে বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করে নিজেদের আয়ত্তে নিতে।

সম্মেলনে তুরস্ক, মালয়েশিয়া, ফিলিস্তিনের ছাত্র নেতারা বক্তব্য দেন। বক্তব্যে তারা ছাত্র শিবিরকে নির্যাতন মাড়িয়ে সুদিনে ফেরায় শুভকামনা জানায়। দেশের জন্য ও ইসলামের জন্য জীবন দেওয়া শহীদদের স্মরণ করেন তারা। এ সময় তারা ফিলিস্তিনের গাজায় শহীদদের মাগফিরাত কামনা করেন।

সদস্যদের সরাসরি ভোটে নতুন বছরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের মধ্য দিয়ে শেষ হবে কেন্দ্রীয় সদস্য সম্মেলন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com